কাউখালী: অনুমোদনহীন বেকারী কারখানায় আদালতের অভিযান।
বিশেষ প্রতিনিধি,পিরোজপুর :
অনুমোদন ছাড়া বিএসটিআই লোগো ব্যবহার,ক্ষতিকর রং ব্যবহার, অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি খাদ্যদ্রব্য তৈরীর দায়ে পিরোজপুরের কাউখালীতে রামিন বেকারি কারখানা বন্ধের নির্দেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
আজ সোমবার (৭ জুলােই) দুপুরে কাউখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ উপজেলার উজিয়ালখান এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ নির্দেশ দেন। এসময় বিএসটিআই বরিশাল বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার ইয়াছির আরাফাত, পরিদর্শক আল আমিন সরকার ও কাউখালী থানা পুলিশ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানাগেছে , উপজেলার উজিয়ালখান এলাকায় রামিন বেকারী নামে একটি প্রতিষ্ঠান বিএসটিআই অনুমোদন ছাড়া লোগো ব্যবহার করে নানা খাদ্য দ্রব্য প্রস্তুত ও বাজারজাত করে আসছিলো।
প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইনে ওই বেকারির মালিককে না পাওয়ায় বেকারি বন্ধ রাখার নির্দেশ প্রদান করে ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া শহরের দক্ষিণ বাজারে ওজনে কম দেয়ার অভিযোগে আম বিক্রেতা প্রদীপ কুন্ডুকে দ্ইু হাজার টাকা অর্থদন্ডাদেশ দেয় ভ্রাম্যমাণ আদালত।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ জানান, জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।