চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে বৃহস্পতিবার (১০ জুলাই)। ওই দিন দুপুর ২টায় একযোগে দেশের সব শিক্ষা বোর্ডের ফল প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও এসএমএস-এর মাধ্যমে ফলাফল জানতে পারবেন।
ফল জানার তিনটি উপায়
১. অনলাইনে:
শিক্ষার্থীরা কেন্দ্রীয় ওয়েবসাইট www.educationboardresults.gov.bd অথবা নিজ নিজ বোর্ডের ওয়েবসাইটে গিয়ে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল জানতে পারবেন।
২. এসএমএসে:
শুধু টেলিটক সিম থেকে মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে:
SSC <স্পেস> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> পরীক্ষার বছর
পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
উদাহরণ: SSC DHA 123456 2025
৩. শিক্ষাপ্রতিষ্ঠান থেকে:
পরীক্ষার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠানে গিয়ে ফল জানতে পারবেন। বোর্ডগুলো স্কুলে ফল পাঠিয়ে দেবে।
পুনঃনিরীক্ষার আবেদন ১১ জুলাই থেকে
ফল প্রকাশের পরদিন অর্থাৎ শুক্রবার (১১ জুলাই) থেকে শুরু হবে ফল পুনঃনিরীক্ষার আবেদন। আবেদন চলবে ১৭ জুলাই পর্যন্ত।
প্রতিটি বিষয়ের জন্য আবেদন ফি ১৫০ টাকা।
টেলিটক সিম থেকে মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে:
RSC <স্পেস> বোর্ডের তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> বিষয় কোড
উদাহরণ: RSC DHA 123456 101,107
পরীক্ষায় অংশ নিয়েছিল প্রায় ১৯ লাখ শিক্ষার্থী
২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল ১০ এপ্রিল এবং শেষ হয় ১৩ মে। পরীক্ষায় ফরম পূরণ করেছিলেন ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন শিক্ষার্থী।
এর মধ্যে ছাত্রী ছিলেন ৯ লাখ ৬৭ হাজার ৭৩৯ জন, এবং
ছাত্র ছিলেন ৯ লাখ ৬১ হাজার ২৩১ জন।
প্রথম দিনেই অনুপস্থিত ছিলেন ২৬ হাজার ৯২৮ জন, যা পরে আরও বেড়েছে।