মঠবাড়িয়ায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে
ওপন হাউজ ডে অনুষ্ঠিত
বিশেষ প্রতিনিধি,মঠবাড়িয়া ( পিরাজপুর)
পিরোজপুরের মঠবাড়িয়ায় মাদক,সন্ত্রাস, বাল্যবিবাহ প্রতিরোধ ও চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে । মঠবাড়িয়া পুলিশ প্রশাসনের আয়াজনে বৃহস্পতিবার বিকেলে শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে এ ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুনের . সভাপতিত্বে ওপেন হাউজ ডে কর্মসূচিতে পিরাজপুর জেলা পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশষ অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(মঠবাড়িয়া-ভান্ডারিয়া সার্কেল) মোঃ সাখাওয়াত হোসেন।
অনুষ্ঠান বক্তব্য দেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. শামীম মৃধা ও উপজলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা জলিল শরীফ ও উপজেলা বিএনপির সদস্যসচিব মোঃ আবুবকর সিদ্দিক বাদল প্রমূখ।
সভায় মঠবাড়িয়ায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে চলমান আইন শৃঙ্খলা বিষয়ে ব্যাখ্যা দেওয়া হয়। সেই সাথে মাদক,সন্ত্রাস বাল্যবিবাহ,ইভটিজিং প্রতিরোধ ও আইন শৃঙ্খলার উন্নতির বিষয়ে স্থানীয় জনসাধারন ও পুলিশের যথাযথ করণীয় বিষয় আলোচনা করা হয়। #