বিশেষ প্রতিনিধি পিরোজপুর:
পিরোজপুরের কাউখালী উপজেলা বিএনপি কার্যালয় ভাংচুরের মামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ,সহ সভাপতি ও উপজেলা যুবলীগের সদস্য সচিবকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বুধবার (৯ জুলাই) দুপুরে কাউখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট একেএম আব্দুস শহীদ,সহ সভাপতি মাহামুদ খান খোকন, উপজেলা যুবলীগের সদস্য সচিব নাসির তালুকদার আদালতে আত্মসমর্পণ করলে পিরোজপুর জেলা জজ আদালতের বিচারিক হাকিম মো. মুজিবুর রহমান আসামীদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) আবুল কালাম আকন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
জানাগেছে, কাউখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট একেএম আব্দুস শহীদ,সহ সভাপতি মাহামুদ খান খোকন, উপজেলা যুবলীগের সদস্য সচিব নাসির তালুকদারের বিরুদ্ধে গত ৪ আগস্ট কাউখালী উপজেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় আসামীরা উচ্চ আদালত থেকে আট সপ্তাহের জামিন পান।
উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হলে বুধবার দুপুরে তারা পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে পুনরায় জামিন বহালের আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।