“স্টাফ রিপোর্টার ”
পূর্ব সুন্দরবনে থেমে নেই হরিণ শিকারীদের অপতৎপরতা। প্রবল বৃষ্টিপাতের মধ্যেও ওরা সুন্দরবনের শুখপাড়া বনাঞ্চলে হরিন ধরার ফাঁদ পেতেছিল। শিকারীদের সে চেষ্টা নস্যাৎ করে দিয়েছে কচিখালি অভয়ারণ্যর কেন্দ্রে বনরক্ষীরা। মঙ্গলবার (৮ জুলাই) সকালে বাহির শুখপাড়া দরজার খাল এলাকার বন থেকে দেড় শতাধিক হরিণ ধরা নাইলনের মালা ফাঁদ উদ্ধার করে বনরক্ষীরা। এ সময় শিকারীদের বানানো একটি মাচা ঘর ( টং) ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে বনরক্ষীরা ।
বন বিভাগ সূত্রে জানা যায় মঙ্গলবার সকাল দশটার দিকে প্রবল বৃষ্টিপাতের মধ্যে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার মিজানুর রহমানের নেতৃত্বে বনরক্ষীরা বাহির শুকপাড়া ও দরজার খাল সংলগ্ন সুন্দরবনের মধ্যে হেঁটে টহল করছিলেন। এ সময় বনরক্ষীরা বনের মধ্যে সুন্দরী গাছের সাথে একটি টং বা মাচা ঘর বাধা দেখতে পায়। বনরক্ষীরা এগিয়ে গিয়ে আশেপাশে তল্লাশি করে বনের মধ্যে ব্যাপক এলাকা জুড়ে শিকারীদের পেতে রাখা নাইলনের তৈরি দেড় শতাধিক মালা ফাঁদ উদ্ধার করেন। পরে বনরক্ষীরা শিকারীদের বানানো টং ঘর ভেঙে গুড়িয়ে দেয়। এ সময় জব্দ করা হয় শিকারীদের রেখে যাওয়া ককশিট ও বিপুল পরিমাণ পলিথিন।
পূর্ব সুন্দরবন বন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (,ডিএফও) মোঃ রেজাউল করিম চৌধুরী আজ রাত দশটায় মোবাইল ফোনে “শরণখোলা দর্পণ”কে বলেন, বর্ষণ মুখর দিনেও শিকারিরা তাদের অপতৎপরতা থামায়নি। কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের বনরক্ষীরা কঠোর পরিশ্রম করে বৃষ্টির মধ্যেও গহীন বনে টহল করে শিকারীদের হরিণ শিকারের চেষ্টা পন্ড করে দিয়েছেন।#