বাগেরহাটের মোংলায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্লাস্টিক ও পলিথিন দূষণরোধে নানা সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ছিলো পাটের তৈরি পরিবেশবান্ধব পলিথিন ব্যাগ বিতরণ, বৃক্ষরোপণ, র্যালি, পরিচ্ছন্নতা অভিযান এবং আলোচনা সভা।
বুধবার (২৫ জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের সহযোগিতায় এসব কর্মসূচি পালিত হয়। এবারের দিবসের প্রতিপাদ্য ছিল—“বিশ্ব পরিবেশ দিবসের আহ্বান, প্লাস্টিক দূষণের অবসান”।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী। তিনি বলেন, “পরিবেশবান্ধব বর্তমান সরকার প্লাস্টিক দূষণ বন্ধে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে। বিকল্প হিসেবে পাটের তৈরি ব্যাগ ব্যবহারকে উৎসাহ ও প্রণোদনা দেওয়া হচ্ছে। আমাদের সবাইকে এ উদ্যোগে সম্পৃক্ত হতে হবে।”
সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার প্রশান্ত কুমার হাওলাদার, ওয়াটারকিপার্স বাংলাদেশের খুলনা বিভাগীয় সমন্বয়কারী মোঃ নূর আলম শেখ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদ হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইশরাত জাহান, কোডেক’র সৈয়দ মাহবুবুর রহমান, ব্রাক’র তৃপ্তি সরদার, রূপান্তরের সুনীতি রায়, বেডস এর নাজমুস সাদাত, সিএনআরএস’র নুসরাত জাহান, বিডি ক্লিন’র আবু হাসান ও ইয়ুথ ফর সুন্দরবনস’র মো. শাহীন খলিফা।
বক্তারা বলেন, প্লাস্টিকের ভয়াবহ দূষণে আজ সুন্দরবনসহ সমগ্র উপকূলীয় এলাকা হুমকির মুখে। গবেষণায় দেখা গেছে, মাছের শরীর, মায়ের দুধ এমনকি বৃষ্টির পানিতেও প্লাস্টিকের কণা পাওয়া যাচ্ছে। কর্ণফুলী নদীর তলদেশে জমে থাকা পলিথিন খননকাজ ব্যাহত করছে।
তারা আরও বলেন, এখনই যদি প্লাস্টিক ও সিঙ্গেল ইউজ পলিথিনের বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টি না করা হয়, তবে এই দুর্যোগ রোধ করা সম্ভব হবে না।
কর্মসূচির অংশ হিসেবে উপজেলা চত্বরে বৃক্ষরোপণ করা হয়, পরে র্যালি ও প্রতীকী পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীরা সাধারণ মানুষের মাঝে পাটের তৈরি ব্যাগ বিতরণ করে প্লাস্টিকমুক্ত সমাজ গড়ার শপথ নেন।