খুলনায় মৃত চারজন সরকারি কর্মচারীর পরিবারকে ৮ লাখ টাকা করে ৩২ লাখ টাকা ও অপর দুইজন স্থায়ী অক্ষমতাজনিত (অক্ষমতাজনিত কারণে অবসরপ্রাপ্ত) পরিবারকে ৪ লাখ টাকা করে ৮ লাখ টাকা অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।
আজ বুধবার খুলনা বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার এ চেক হস্তান্তর করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বেসামরিক প্রশাসনে চাকরিরত অবস্থায় কোনো সরকারি কর্মচারীর মৃত্যুবরণ ও গুরুতর আহত হয়ে স্থায়ী অক্ষমতাজনিত আর্থিক অনুদান প্রদান নীতিমালা ২০২০ (সংশোধিত) অনুযায়ী বিভাগীয় আবেদন যাচাই-বাছাই ও সুপারিশ কমিটির সভার সুপারিশের আলোকে চারজন মৃত কর্মচারীর পরিবারের সদস্যদের ৮ লাখ টাকা করে ৩২ লাখ টাকা ও অপর দুইজন স্থায়ী অক্ষমতাজনিত (অক্ষমতাজনিত কারণে অবসরপ্রাপ্ত) পরিবারকে ৪ লাখ টাকা করে ৮ লাখ টাকা অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।
বিভাগীয় কমিশনারের কার্যালয়ে খুলনা বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার এ চেক হস্তান্তর করেন। এ সময় বিভাগীয় কমিশনারের কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।