শামীম ওসমান মহেশপুর( ঝিনাইদহ) প্রতিনিধি:
মহেশপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রয়াত শিক্ষকদের স্বরণে এস এস সি-৮৬ ব্যাচের আয়োজনে স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার বিকালে এ্যাডঃ আমিরুল ইসলাম খান চুন্নুর সভাপতিত্বে স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত স্বরণ সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার কাউন্সিলের সাধারণ সম্পাদক বিএনপির কেন্দ্র নেতা ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এটিএম খায়রুল আনাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শুকুর আলী। আরো উপস্থিত ছিলেন কবি দীপক শাহা,মহেশপুর সরকারি ডিগ্রী কলেজের প্রভাষক রফিকুল ইসলাম, মডেল প্রেসক্লাবের সভাপতি আনিসুর রহমান রিপন, মহেশপুর প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ বাবুরালী বাবু, সাঃ সম্পাদক শেখ এনামুল হক দুলু প্রমুখ। পরি শেষে প্রয়াত শিক্ষকদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।