কবির হোসেন কিবরিয়া:
শরণখোলা উপজেলার ৪ নং সাউথখালী ইউনিয়নের মিফতাহুল জান্নাহ মাদরাসা ও এতিমখানায় অনুষ্ঠিত হয়েছে দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টায় মাদরাসার হল-রুমে অনুষ্ঠিত এ আয়োজনে সঞ্চালনা করেন মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ আবু রায়হান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ শরণখোলা উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা মূসা সাঈফী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাউথখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম, মাওলানা আবু বকর, মাস্টার নুরুল আলম, মাওলানা আঃ লতিফ শরিফ, মুফতি ইসমাইল হোসেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শরণখোলা উপজেলা সভাপতি মোঃ মিজানুর রহমান এবং মোঃ সোলাইমান প্রমূখ।
বক্তারা বলেন, মাদরাসার শিক্ষার্থীরা মেধা, নৈতিকতা ও চারিত্রিক গুণে দেশ ও জাতির সম্পদ হয়ে উঠবে। তারা আরও উল্লেখ করেন, আধুনিক শিক্ষা ও ধর্মীয় শিক্ষার সমন্বয় ঘটিয়ে শিক্ষার্থীদের এগিয়ে নিতে হবে।
পরিশেষে অতিথিরা শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন। দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।