বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনায় মৃত ৬জন সরকারি কর্মচারীর পরিবারকে ৪০ লাখ টাকার চেক হস্তান্তর মোল্লাহাটে মহাসড়কে যুবককে গুলি শরণখোলায় বিপুল উৎসাহ ও আনন্দমূখর পরিবেশে পালিত হচ্ছে শারদীয় দুর্গা উৎসব এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ও চিকিৎসাভাতা নিয়ে সুখবর ২২ মাসের বকেয়া বেতন ভাতা প্রদানের দাবিতে খুলনায় কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন  গণভোট’ই সমস্যার সমাধান হতে পারে:-শেখ মোস্তাফিজুর রহমান খুলনায় ঘুমন্ত অবস্থায় যুবককে গুলি করে হত্যা পূর্ব সুন্দরবনের করমজলে কুমিরের আক্রমণে নিহত জেলের লাশ উদ্ধার মহেশপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রয়াত শিক্ষকদের স্মরণ  সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চরফ্যাশনে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে নাজিম উদ্দিন আলম

জনগণ প্রত্যক্ষ ভোটে জনপ্রতিনিধি নির্বাচিত করার অপেক্ষায়  – লবি

খুলনা অফিস / ৭০ বার পড়া হয়েছে
সময়ঃ বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৩০ অপরাহ্ন

সৈকত মোঃ সোহাগ, খুলনা অফিস:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে খুলনা জেলার উত্তর ডুমুরিয়ার ৪টি ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে ২৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) শাহপুর বাজার বটমূলে জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও বিসিবি’র সাবেক সভাপতি আলী আজগার লবি।
তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকার গত ১৭ বছরে দেশে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে। একতরফা নির্বাচন ও দিনে-রাতে ব্যালট বাক্স ভরে ফলাফল ঘোষণা করেছিলো। এ সময়ে রাজনৈতিক দলগুলোর জনসমর্থন বা শক্তি-সামর্থ্য মাপার কোনো সুযোগ ছিলো না। তখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা ঘোষণা করেন, যা ছিলো সময় উপযোগী। কিন্তু কিছু দল আওয়ামী পথ অনুসরণ করে দেশের গণতান্ত্রিক পন্থায় সরাসরি ভোটের মাধ্যমে পছন্দের প্রতিনিধি নির্বাচিত করতে বাঁধা প্রদানের ব্যর্থ চেষ্টা করছে।
আপনারা আমাকে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করেন, অবশ্যই সুবিধা বঞ্চিত এই অঞ্চলের উন্নয়নে নিজেকে উজাড় করে দিবো।
রঘুনাথপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুর রব আকুঞ্জী’র সভাপতিত্বে ও সদস্য সচিব শাহেদুজ্জামান বাবু’র পরিচালনায় জনসভা অনুষ্ঠিত হয়।
জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, খুলনা নগর মহিলা দলের আহবায়ক ও সাবেক এমপি সৈয়দা নার্গিস আলী, ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোল্লা মোশাররফ হোসেন মফিজ, জেলা মহিলাদলের সাধারন সম্পাদক এ্যাড. সেতারা সুলতানা।
সভায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, জেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক খান ইসমাইল হোসেন, জেলা মহিলা দলের সিনিয়র সহ সভাপতি রেহেনা ইসলাম, শেখ সরোয়ার হোসেন, সরদার আব্দুল মালেক, মোল্লা মাহবুবুর রহমান, শেখ হাফিজুর রহমান, মশিউর রহমান লিটন, ফরহাদ হোসেন, মোল্লা আইয়ুব হোসেন, শেখ শাহিনুর রহমান শাহীন, গাজী আব্দুল হালিম, মতিউর রহমান বাচ্চু, মমিনুর রহমান নয়ন, আমিনুল ইসলাম হালদার, হুমায়ুন কবির স্বপন, আলমগীর আলম শাহীন, মো: দেলোয়ার হোসেন, খোকন তালুকদার প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর
Theme Created By AR.Host