আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে উদযাপন উপলক্ষে বাগেরহাটের মোল্লাহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছে জামায়াতে ইসলামী। বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোঃ হাসমত আলী সরদারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সংগঠনের নায়েবে আমির আ: সবুর, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ হেদায়েত উল্যাহ ও জয়েন্ট সেক্রেটারি আবুল হাসান।
উপজেলা যুববিভাগের সাধারণ সম্পাদক মিয়া পারভেজ আলমের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদ নেতা এডভোকেট সমর পান্ডে, বরেন্দ্র নাথ দে, অসীম মন্ডল, কল্লোল বিশ্বাস পলু, পিযুষ সরকার, তুষার কান্তি রায়, উজ্জ্বল বিশ্বাস প্রমুখ।
সভায় উপজেলার বিভিন্ন পূজা মন্দির কমিটির সভাপতি ও সম্পাদকবৃন্দ আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য প্রশাসনিক ও সামাজিক সহযোগিতা কামনা করেন। এ সময় বক্তারা পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির পরিবেশ বজায় রেখে ধর্মীয় উৎসব উদযাপনের ওপর গুরুত্ব আরোপ করেন।
অনুষ্ঠানে জামায়াত নেতৃবৃন্দ আশ্বাস দেন, দুর্গাপূজায় যেকোনো প্রয়োজনীয় সহযোগিতা ও সহমর্মিতা প্রদানে তারা পাশে থাকবেন। সভা শেষে উপস্থিত পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ জামায়াতের এই উদ্যোগকে স্বাগত জানান।
####