পিরোজপুরের কাউখালী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার কাউখালী সদরের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন তালুকদার (৭৬) সোমবার (২২ সেপ্টেম্বর) বেলা সাড়ে এগারোটায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না রাজিউন। মৃত্যুকালে স্ত্রী, তিন মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে কাউখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা বিএনপির সভাপতি এস এম আহসান কবির, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এইচএম দ্বীন মোহাম্মদ, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।