কবির হোসেন কিবরিয়া
ইসলামী আদর্শের ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্র বিনির্মাণে জামায়াতের কর্মীদের বহুমুখী যোগ্যতা অর্জনের লক্ষ্যে
সুন্দর সমাজ ও রাষ্ট্র গঠনে চাই একটি সুসংগঠিত প্রশিক্ষিত জাতি, সেই লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশব্যাপী শিক্ষা শিবির (টি.এস)পরিচালনা করে আসছে । সুন্দর সমাজ ও কল্যাণ রাষ্ট্র গঠনে জামায়াতে ইসলামীর প্রচেষ্টার অগ্ৰযাত্রার ধারাবাহিকতায় শরণখোলা উপজেলা ২নং খোন্তাকাটা ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে
(১৯ সেপ্টেম্বর ২০২৫) শুক্রবার সকাল ৯ টায় খোন্তাকাটা ইউনিট দায়িত্বশীলদের শিক্ষা শিবির (টি.এস) অনুষ্ঠিত হয় ।
খোন্তকাটা বাজার আনসার ভিডিপি ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত শিক্ষা শিবির অনুষ্ঠানে ইউনিয়ন জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা জাকির হোসাইন’র সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ খান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাগেরহাট-৪ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব অধ্যক্ষ আব্দুল আলীম।
বিশেষ অতিথি ছিলেন, বাগেরহাট জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জনাব মাওলানা মিজানুর রহমান মল্লিক, শরণখোলা উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর জনাব ডাঃ ফজলুর রহমান। উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জনাব মাওলানা ছরোয়ার হোসাইন (বাদল), ইউনিয়ন বায়তুল মাল সম্পাদক জনাব মাওলানা আব্দুর রহিম।
প্রধান অতিথির বক্তব্যে জনাব আব্দুল আলিম বলেন, জামায়াতের পাঁচ দফা এখন গন মানুষের দাবীতে পরিনত হয়েছে।
১/জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা।
২/আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা।
৩/অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) নিশ্চিত করা। ৪/ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা ।
৫/স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
এ দাবী মেনে নিয়েই সরকারকে নির্বাচনে যাওয়ার আহ্বান জানান, অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি প্রদান করা হয়।