কাউখালী প্রতিনিধি।
পিরোজপুরের কাউখালীতে সোমবার( ৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা মৎস্য অধিদপ্তরে আয়োজনে, ২০২৫ /২৬ অর্থ বছরে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় সরকারি প্রাতিষ্ঠানিক ও উন্মুক্ত জলাশয় পোনা মাছ অবমুক্তকরণ করা হয়।
এ উপলক্ষে উপজেলার সন্ধ্যা নদীতে ২৫৪ কেজি ও আমরাজুরি আবাসন পুকুরে ৪১ কেজি রুই, কাতলা ও মৃগেল জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়।
কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লার উপস্থিতিতে মাছের পোনা অবমুক্ত করা হয়। এসময় উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান, খামার ব্যবস্থাপক মোঃ শামীম আহমেদ।