মোঃ আনোয়ার হোসেন;
শরণখোলায় স্বন্ত্রাসী হামলায় রায়েন্দা সরকারি পাইলট হাইস্কুলের ১০ম শ্রেণির স্কুল ছাত্র মোঃ হাসমির আকন (১৫) গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা সদর রায়েন্দা বাজারের শেরেবাংলা রোডে এ ঘটনা ঘটে। আহত স্কুল ছাত্রকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আহত মোঃ হাসমি’র মামা ওবায়দুল হক জানান, শরণখোলা উপজেলা বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানচলাকালীন ৩ সেপ্টেম্বর বুধবার ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে মারামারির ঘটনা ঘটে। ওই ঘটনার জের ধরে ছোট রাব্বি ও মোস্তফার নেতৃত্বে ৩০/৪০ জন চাইনিজ কুড়াল, হাতুড়ি, লাঠিসোটাসহ নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় রায়েন্দা বাজারের শেরেবাংলা রোডে হাসমিরকে কুপিয়ে জখম করে। বাজারের পথচারীরা গুরুতর আহত হাসমিরকে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আহত হাশমি শরণখোলা উপজেলার জিলবুনিয়া গ্রামের মোঃ জয়নাল আবেদীন আকনের পুত্র।
শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত মেডিকেল অফিসার ডাঃ আরিফ মাহমুদ বলেন, মাথায় ও হাতে ধারালো অস্ত্রের আঘাতে আহত হাসমির আকনকে হাসপাতালে আনার পরে তার মাথায় সেলাই দেওয়া হয়েছে। হাতের রগ ক্ষতিগ্রস্থ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
শরণখোলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ বেল্লাল হোসেন মিলন বলেন,হাসমিরের উপর হামলাকারীরা বিএনপি ছাত্রদলের কেউনা। এরা স্বন্ত্রাসী। বিএনপি ও ছাত্রদলে স্বন্ত্রাসীদের কোন জায়গা নেই। স্বন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ প্রশাসনকে বলা হয়েছে বলে বিএনপি সাধারণ সম্পাদক জানান।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল্লাহ বলেন,শেরেবাংলা রোডে গন্ডগোলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্বন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে থানার ওসি জানিয়েছেন। ##