স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শরণখোলায় আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজন করা এ কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে শোভাযাত্রাটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে পাঁচরাস্তার মোড়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন পঞ্চায়েত এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন মিলন।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. এ বি এম ওবায়দুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খাদেম নিয়ামুল নাছির আলাপ, জেলা বিএনপির সদস্য ড. কাজি মনিরুজ্জামান মনির, কাজি খায়রুজ্জামান শিপন, মোল্লা ইসাহাক আলী, আনজুমান আরা আলো, বিএনপি নেতা নাজমুল আহসান শিমুল গাজী, তালুকদার মোহাম্মদ মধুসহ আরও অনেকে।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, “আগামী ফেব্রুয়ারির মধ্যে যদি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত না হয়, তাহলে আন্দোলনের মাধ্যমে এ সরকারের পতন ঘটানো হবে।”