রবিবার (৩১ আগস্ট) প্রধান বিচারপতি বরাবর পদত্যাগপত্র জমা দেন বিচারক ডঃ আক্তারুজ্জামান।
এর আগে, চলতি বছরের ২৩ মার্চ বিচারপতি মো. আখতারুজ্জামানের বিষয়ে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশনা দিয়েছিলেন রাষ্ট্রপতি। গত বছরের ১৬ অক্টোবর দুর্নীতি ও ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের দোসর হিসেবে কাজ করার অভিযোগ ওঠায় ১২ বিচারপতিকে ছুটিতে পাঠান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। একই সঙ্গে তাদের বেঞ্চ না দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।
প্রধান বিচারপতি বিচারক ডঃ আখতারুজ্জামান এর পদত্যাগ পত্র মহামান্য রাষ্ট্রপতির কাছে পরবর্তী ব্যবস্থার গ্রহণের জন্য পাঠিয়েছেন।