সৈকত মোঃ সোহাগ, খুলনা অফিস:
ঢাকায় জাতীয় পার্টি অফিসের সামনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে শুক্রবার খুলনায় জাতীয় পার্টি কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে গণঅধিকার পরিষদ। রাত সাড়ে দশটার দিকে কিছু নেতাকর্মী মিছিল সহকারে নগরীর ডাকবাংলাস্থ জাপা কার্যালয়ের সামনে গেলে পুলিশের পক্ষ থেকে বাধা দেওয়া হয়। এসময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সম্পাদক এসকে রাশেদসহ তিনজন আহত হয়েছেন বলে রাশেদ নিজেই দাবি করেছেন। রাশেদ বলেন, তিনি নিজে খুলনার ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি রয়েছেন। এছাড়া তাজুল ও মহিবুল্লাহ নামের আরও দু’জন আহত হয়েছেন বলেও তিনি জানান।
খুলনা মেট্রোপলিটন পুলিশের-কেএমপি’র সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, গণঅধিকার পরিষদের কিছু নেতাকর্মী লাঠিসোটা নিয়ে মিছিল সহকারে ডাকবাংলাস্থ জাতীয় পার্টি অফিসের দিকে যাচ্ছিল। তখন পুলিশ তাদেরকে বাঁধা দিলে কিছুটা ধাক্কাধাক্কি হয়। তবে এখন পরিস্থিতি শান্ত রয়েছে।
নগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘শুক্রবার সন্ধ্যা থেকেই আমরা পার্টি অফিসে অবস্থান করছিলাম। রাত সাড়ে দশটার দিকে গণঅধিকার পরিষদের একটি মিছিল অফিসের সামনে আসলে আমাদের নেতাকর্মী ও পুলিশের সাথে তাদের(গণঅধিকার পরিষদ) নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার পর তারা এলাকা ত্যাগ করে। ঘটনার ঘন্টাখানেক পর আমরা যে যার মতো বাসায় চলে যাই। এখন পুলিশ জাপা কার্যালয়ের সামনে আছে।’