পাথরঘাটায় সুন্দরবন রক্ষায় মতবিনিময় সভা
মোঃ খলিলুর রহমান শাহিন, বরগুনা জেলা প্রতিনিধি:
সুন্দরবন কেন্দ্রিক জীবিকা নির্ভরশীল জেলেদের জীবনমান উন্নয়ন, নিরাপদ ও দায়মুক্ত মৎস্য আহরণ নিশ্চিত করা, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ এবং টেকসই মৎস্য সম্পদ ব্যবস্থাপনা গড়ে তোলার লক্ষ্যে বরগুনার পাথরঘাটায় সুন্দরবনের জীববৈচিত্র্য ও মৎস্যসম্পদ রক্ষায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় জেলেদের ছদ্মবেশে সুন্দরবনের জীববৈচিত্র্য ধ্বংস করছে অসাধুরা বলে মন্তব্য করেন জেলেরা।
সুন্দরবনের পূর্ব পাড় বলেশ্বর নদী সংলগ্ন পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের রুহিতা আবগ্রেড স্কুল প্রাঙ্গণে এ সভার আয়োজন করে বাগেরহাট জেলা মৎস্যজীবী পরিবার এবং পরিবেশ রক্ষা কমিটি।
এতে প্রধান অতিথি ছিলেন পাথরঘাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. হাসিবুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিএফ শরণখোলা রেঞ্জ রানা দেব। সভাপতিত্ব করেন শরনখোলা মৎস্যজীবী পরিবারের সভাপতি মো. নজরুল ইসলাম। এতে সুন্দরবন কেন্দ্রিক জীবিকা নির্ভরশীল শতাধিক জেলে উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, সুন্দরবনের মৎস্যসম্পদ রক্ষা করা শুধুমাত্র জীববৈচিত্র্যের টিকিয়ে রাখার জন্যই নয়, বরং লাখো জেলের জীবিকার সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পর্কিত। তাই নদী ও বনের সম্পদ আহরণে দায়িত্বশীল ভূমিকা নিতে হবে। জেলেদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে হলে সরকার, বন বিভাগ ও স্থানীয় প্রশাসনের পাশাপাশি জেলেদেরও সচেতন হতে হবে।
বক্তারা আরো বলেন, সুন্দরবনের মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। জেলেদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হলে একদিকে যেমন জীববৈচিত্র্য রক্ষা হবে, অন্যদিকে পরিবারগুলোর আর্থিক সচ্ছলতাও নিশ্চিত হবে।
এ সময় বক্তারা জেলেদের সমস্যা-সংকট ও করণীয় বিষয়ে আলোচনা করেন এবং প্রশাসনের পক্ষ থেকে সমাধানের আশ্বাস দেন।