সৈকত মোঃ সোহাগ,খুলনা অফিস;
আগামী ১ সেপ্টেম্বর সোমবার বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হবে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) প্রতিষ্ঠা বার্ষিকী “বিশ্ববিদ্যালয় দিবস-২০২৫”।
বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী স্মরণীয় করে রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রতিবছরের ন্যায় এবারও বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করেছে।
আজ মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে ১ সেপ্টেম্বর সকাল ৯:৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে প্রীতি সমাবেশ, সকাল ৯:৪৫ মিনিটে পতাকা উত্তোলন ও বিশ্ববিদ্যালয় দিবস উদ্বোধন, সকাল ১০:০৫ মিনিটে আনন্দ র্যালি (প্রশাসনিক ভবন হতে শুরু হয়ে ফুলবাড়িগেট পুলিশ বক্স হয়ে বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়াম পর্যন্ত), সকাল ১০:৪৫ মিনিটে অডিটরিয়ামে কুয়েটের অর্জনঃ অতীত, বর্তমান ও ভবিষ্যৎ-প্রেজেন্টেশন, সকাল
১১:১৫ মিনিটে আলোচনা সভা, দুপুর ১২:৩০ মিনিটে বৃক্ষ রোপন কর্মসূচি ও মাছের পোনা অবমুক্তকরণ, দুপুর ৩ টায় দর্শনার্থীদের জন্য বিভিন্ন বিভাগের ল্যাব সমূহ উন্মুক্তকরন, বিকাল ৪:৩০ মিনিটে প্রীতি ফুটবল ম্যাচ (শিক্ষক-কর্মকর্তা বনাম ছাত্র), বিকাল ৫টায় বাদ আছর কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহ্্ফিল, সন্ধ্যায় ৬ টায় বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানসমূহে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চেয়ারম্যান, রাজউক ও প্রেসিডেন্ট, আইইবি ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলাম এবং সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী।
উল্লেখ্য, এই প্রতিষ্ঠানটি ১৯৬৭ সালে খুলনা ইঞ্জিনিয়ারিং কলেজ, ১৯৮৬ সালে বাংলাদেশ
ইন্সিটিটিউট অব টেকনোলজি (বিআইটি) এবং ১ সেপ্টেম্বর ২০০৩ সালে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) হিসেবে প্রতিষ্ঠা লাভ করে।
এবছর বিশ্ববিদ্যালয় হিসেবে ২২তম বর্ষ উদ্যাপন করবে কুয়েট। বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন উপলক্ষ্যে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী।
তিনি বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় সকলের সহযোগিতা কামনা করে বিশ্ববিদ্যালয় দিবস-২০২৫ উদ্যাপনে গৃহীত সকল কর্মসূচিতে স্বতঃস্ফুর্তভাবে সকলকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছেন।