ষ্টাফ রিপোর্টার:
পূর্ব সুন্দরবনে দুইদিনে পৃথক ঘটনায় বনরক্ষীদের হাতে ট্রলার সহ ৪ জেলে আটক হয়েছে। জব্দ করা হয়েছে কীটনাশক ও মাছ ধরার জাল। আটক জেলেদের জেল হাজতে পাঠানো হয়েছে।
বনবিভাগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৪ আগষ্ট) ভোরে বনরক্ষীরা অভিযান চালিয়ে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের করমজল বণ্যপ্রাণী কেন্দ্রের বনাঞ্চলের অফিস খালের হুলারভারানীর মুখে একটি ডিঙ্গি নৌকা আটক করে। এসময় নৌকায় থাকা অজ্ঞাত জেলেরা সুন্দরবনের মধ্যে পালিয়ে যায়। পরে বনরক্ষীরা নৌকায় তল্লাশী চালিয়ে ছয় (৬ কেজি) প্যাকেট রোটেনান বিষের পাউডার, তিন ককসিট ফ্রেশবরফ, নাইট্রো বিষ ৫শ মিলিঃ এবং একটি মাছ ধরার বেহুন্দি জাল জব্দ করে বনরক্ষীরা। অজ্ঞাত জেলেরা সুন্দরবনে অবৈধভাবে বিষ দিয়ে মাছ ধরার জন্য সুন্দরবনে প্রবেশ করেছিলো।
অপর ঘটনায়, পূর্ব সুন্দরবন বিভাগের ডিএফও,র নেতৃত্বে বনরক্ষীদের বিশেষ টহল টীম গত মঙ্গলবার বিকেলে পূর্ব সুন্দরবনের কোকিলমনি টহল ফাঁড়ির আওতাধীন মরাখাজুরা কবরখালী এলাকার খালে একটি ট্রলারে বসে জেলেদের মাছ ধরতে দেখেন। বনরক্ষীরা এগিয়ে গিয়ে ট্রলারসহ চারজন জেলেকে আটক করেন।এ সময় জব্দ করা হয় চিংড়িসহ বিভিন্ন প্রজাতির মাছ ও জাল। আটক জেলেরা হচ্ছে, জয়নাল (২৫) পিতা সোনা মোল্লা, ইউসুফ (২৩) পিতা ফোরকান, রহিম(১৮) পিতা রত্তন ও রনি (১০) পিতা জাফর। এদের সবার ব্ড়াী পাথরঘাটা উপজেলার হাড়িটানা গ্রামে। আটক এই জেলেরা সাগরে মাছ ধরার পাশ নিয়ে অবৈধভাবে সুন্দরবনের খালে মাছ ধরছিলো। বর্তমানে সুন্দরবনে মাছ ধরায় তিনমাসের নিষেধাজ্ঞা চলছে।
পূর্ব সুন্দরবন বন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোঃ রেজাউল করীম চৌধুরী বলেন, সুন্দরবনে মাছ ধরায় নিষেধাজ্ঞার মধ্যেও কতিপয় অসৎ জেলে আইন অমান্য করে মাছ ধরছে। এদের বিরুদ্ধে বনরক্ষীদের অভিযান জোরদার করার নির্দেশনা দেওয়া হয়েছে বলে ডিএফও জানিয়েছেন।#