“ষ্টাফ রিপোর্টার”
পূর্ব সুন্দরবনের দুবলার আলোরকোল বনাঞ্চলে অভিযান চালিয়ে বনরক্ষীরা বিপুল পরিমাণ নিষিদ্ধ কাকড়া ধরার চারু উদ্ধার করেছে। সোমবার বিকেলে এ চারু উদ্ধার করা হয়।
বন বিভাগ সূত্রে জানা যায়, সোমবার (১১ আগস্ট) বিকেল চারটার দিকে জেলে পল্লী দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার সুব্রত কুমার দাসের নেতৃত্বে দুবলা ও আলোরকোল ফরেস্ট টহল ফাঁড়ির বনরক্ষীরা যৌথভাবে অভিযান চালিয়ে দুবলার কেলেরখাল এলাকার সুন্দরবনের মধ্যে লুকিয়ে রাখা নিষিদ্ধ কাঁকড়া ধরার ২৫৫টি চারু উদ্ধার করে।
পরে উদ্ধার করা চারু আলোরকোল টহল ফাঁড়িতে নিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) রানা দেব দুবলারচরে চারু ধ্বংসের বিষয়টি নিশ্চিত করেছেন।