রিয়াদ মাহমুদ সিকদার, কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠি গ্রামের কাউখালী কেজি ইউনিয়ন সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান (৮৬) শনিবার (৯ আগস্ট) ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও ৫ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। আসর নামাজের বাদ উপজেলা পুরাতন ঈদগাহ মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে তাকে উপজেলার শিয়ালকাটি গ্রামে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। জানাজা নামাজের পূর্বে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। এ সময় রাষ্ট্রপক্ষের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সোলায়মানসহ বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।