খুলনার দিঘলিয়া উপজেলায় পতিত ও অনাবাদি জমির ব্যবহার নিশ্চিত করে নতুন সম্ভাবনার সূচনা করেছেন কিছু উদ্যমী কৃষক। সম্প্রতি উপজেলাজুড়ে জনপ্রিয় হয়ে উঠেছে বস্তায় আদা চাষ। স্বল্প খরচে বেশি লাভ, কম পরিশ্রম এবং সহজ পরিচর্যার কারণে কৃষকদের আগ্রহ বাড়ছে এই নতুন কৃষি উদ্যোগের প্রতি।
দিঘলিয়ার সেনহাটি, বারাকপুর, ব্রহ্মগাতী, পানিগাতীসহ উপজেলার আরও কিছু এলাকার একাধিক কৃষকের সঙ্গে কথা বলে জানা যায়, তারা নিজেদের বাড়ির পাশে, উঠোনে কিংবা অনাবাদি জমিতে বস্তা ব্যবহার করে আদা চাষ করছেন। প্রতি বস্তায় ৭-৮ কেজি মাটি ও জৈব সার মিশিয়ে লাগানো হচ্ছে আদা। সময় মতো পানি ও ছায়ার ব্যবস্থা করলে খুব সহজেই ভালো ফলন পাওয়া যাচ্ছে বলে জানান তারা।
স্থানীয় কৃষক রীনা বেগম বলেন, “মাত্র ৭০ টি বস্তায় আদা চাষ করে এবার প্রাথমিকভাবে সফল হয়েছি। খরচ কম, ঝুঁকি কম, আবার বাজারে আদার দাম ভালো থাকায় লাভও হয়েছে যথেষ্ট।” আরেক কৃষক মিতা বেগম বলেন, “নারীরাও ঘরে বসে এই চাষ করতে পারছে। এটি নারীদের অর্থনৈতিক স্বনির্ভরতার একটি ভালো মাধ্যম।”
উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাগর সরকার জানান, তিনি তার সেনহাটি ব্লকের কৃষকদের পতিত ও অনাবাদি জমিতে বস্তায় আদা চাষের পরামর্শ প্রদান করায় তার ব্লকের বেশ কয়েকজন কৃষক উদ্বুদ্ধ হয়ে বস্তায় আদা চাষ করছেন। তিনি বলেন, প্রতি বস্তা আদা চাষে কৃষকদের ব্যয় হয় ৪০ থেকে ৪৫ টাকা মাত্র। তিনি জানান, সেনহাটি এলাকার রবিউল ইসলাম, ফাতেমা খাতুনসহ আরো অনেক কৃষক এই বস্তায় আদা চাষ করছেন।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. কিশোর আহমেদ বলেন, “বস্তায় আদা চাষ একটি সময়োপযোগী ও লাভজনক উদ্যোগ। এতে অনাবাদি জমি কাজে লাগানো যাচ্ছে, আবার অল্প পরিসরে বসতবাড়ির আশপাশেও এই চাষ সম্ভব। আমরা চাষিদের প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দিচ্ছি।”
উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম বলেন, বস্তায় আদা চাষ দিঘলিয়া উপজেলায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। মহিলারাও তাদের বাড়ির পাশের আঙ্গিনায় পতিত এবং অনাবাদি জমিতে সহজে এবং কম খরচে বস্তায় আদা চাষ করছেন। পুরুষের পাশাপাশি মহিলারাও কৃষিকাজে আত্মনিয়োগের ফলে তাদের সংসারে স্বচ্ছলতা আসছে এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
জানতে চাওয়া হলে, বাজারে আদার চাহিদা ও মূল্য পরিস্থিতি নিয়ে স্থানীয় ব্যবসায়ীরা জানান, দিঘলিয়ায় উৎপাদিত আদা এখন বাজারে ভালো দামে বিক্রি হচ্ছে। এছাড়া চাহিদাও অনেক বেশি।
কৃষি বিশেষজ্ঞরা মনে করছেন, বস্তায় আদা চাষ দিঘলিয়ায় একটি সম্ভাবনাময় খাত হয়ে উঠছে। এ ধরনের কৃষিভিত্তিক উদ্যোগ ছড়িয়ে পড়লে শুধু দিঘলিয়া নয়, আশেপাশের এলাকাতেও পতিত জমি চাষের আওতায় এনে টেকসই কৃষি উন্নয়ন সম্ভব।