ষ্টাফ রিপোর্টার:
পূর্ব সুন্দরবনের দুবলারচর বনাঞ্চলে অভিযান চালিয়ে বনরক্ষীরা ১ টি ট্রলার ও তিনটি নৌকাসহ ৮ জেলেকে আটক করেছে। এ সময় ১১ বোতল কীটনাশক ও বিপুল পরিমাণ কাকড়া ধরার চারু জব্দ করা হয়েছে।
বনবিভাগ সূত্রে জানা যায়,রবিবার সন্ধ্যায় সুন্দরবনের দুবলা,শেলারচর ও শরণখোলা ষ্টেশন এলাকার নদী ও খালে বনবিভাগের তিনটি টীম অভিযান চালিয়ে একটি ট্রলার ও দুইটি নৌকাসহ ৮ জেলেকে আটক করে। তাদের কবল থেকে ১১ বোতল কীটনাশক ও বিপুল পরিমাণ কাকড়া ধরার চারু জব্দ করা হয়েছে। আটক জেলেরা অবৈধভাবে সুন্দরবনের নদী ও খালে কীটনাশক দিয়ে মাছ ধরছিলো। আটক জেলেরা হচ্ছে, সিরাজুল, সেকেন্দার আলী,উবায়দুল শেখ,ওহাব বাবলা, শহিদুল হাং, মুহিত বাবলা,জাহিদুল হাং,আলী হাসানআটকদের বাড়ী কয়রা ও মোরেলগঞ্জের বিভিন্ন এলাকায়।
পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) রানা দেব রাত ১২টায় “শরণখোলা দর্পণ” কে দুবলা অঞ্চলে জেলে আটকের খবর নিশ্চিত করে বলেন,আটক জেলেদের বিরুদ্ধে মামলা দিয়ে তাদেরকে সোমবার বাগেরহাট আদালতে পাঠানো হবে।#