আগস্ট মাস থেকে দেশের সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে শনিবার ক্লাস চালু হচ্ছে—এমন একটি খবর সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
সোমবার (২৮ জুলাই) বিষয়টি নিয়ে জানতে চাইলে মাউশির উপ-পরিচালক ইউনুছ ফারুকী বলেন,
“আগস্ট থেকে সাপ্তাহিক ছুটি বাতিলের যে দাবি করা হয়েছে, সেটি সম্পূর্ণ ভুয়া। এ ধরনের কোনো আলোচনা হয়নি। শুক্র ও শনিবার আগের মতোই সাপ্তাহিক ছুটি থাকবে।”
একই কথা জানান প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি অ্যান্ড অপারেশন) মোহাম্মদ কামরুল হাসান। তিনি বলেন,
“এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো তথ্যটি মিথ্যা ও ভিত্তিহীন।”
কর্মকর্তারা আরও জানান, সরকারি সিদ্ধান্ত ছাড়া কোনো প্রতিষ্ঠানে নতুন নিয়ম কার্যকর হতে পারে না। এমন সিদ্ধান্ত এলে যথাযথ বিজ্ঞপ্তির মাধ্যমে সবাইকে জানানো হবে।