বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
খুলনায় মৃত ৬জন সরকারি কর্মচারীর পরিবারকে ৪০ লাখ টাকার চেক হস্তান্তর মোল্লাহাটে মহাসড়কে যুবককে গুলি শরণখোলায় বিপুল উৎসাহ ও আনন্দমূখর পরিবেশে পালিত হচ্ছে শারদীয় দুর্গা উৎসব এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ও চিকিৎসাভাতা নিয়ে সুখবর ২২ মাসের বকেয়া বেতন ভাতা প্রদানের দাবিতে খুলনায় কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন  গণভোট’ই সমস্যার সমাধান হতে পারে:-শেখ মোস্তাফিজুর রহমান খুলনায় ঘুমন্ত অবস্থায় যুবককে গুলি করে হত্যা পূর্ব সুন্দরবনের করমজলে কুমিরের আক্রমণে নিহত জেলের লাশ উদ্ধার মহেশপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রয়াত শিক্ষকদের স্মরণ  সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চরফ্যাশনে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে নাজিম উদ্দিন আলম

কুয়েট ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে যৌথ মানববন্ধন

খুলনা অফিস / ৬৯ বার পড়া হয়েছে
সময়ঃ বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ৪:০৪ অপরাহ্ন

সৈকত মোঃ সোহাগ,খুলনা অফিস
টানা পাঁচ মাস ধরে বন্ধ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)’র শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে চলমান সংকট নিরসন ও একাডেমিক কার্যক্রম চালু করার জন্য অনতিবিলম্বে একজন যোগ্য ভাইস-চ্যান্সেলর নিয়োগের দাবিতে আজ বুধবার সকালে ক্যাম্পাসে যৌথ মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষক সমিতি।
দীর্ঘদিন ক্লাস বন্ধ থাকায় চরম উদ্বিগ্ন এবং হতাশ বিশ্ববিদ্যালয়ের সাড়ে পাঁচ সহস্রাধিক শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা। কুয়েট গার্ডিয়ান ফোরাম দ্রুত একাডেমিক কার্যক্রম শুরুর দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি’র) চেয়ারম্যান ও শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারক লিপি প্রদান করেছেন। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকের সাথেও সাক্ষাৎ করে ক্লাস শুরুর দাবি জানিয়েছেন।
এদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার বিষয় নিয়ে রাজস্ব বোর্ড (এনবিআর) ‘র সাবেক সচিব ও চেয়ারম্যান ড. মোঃ আবদুল মজিদকে প্রদান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়।
সর্বশেষ ২১ জুলাই শিক্ষক সমিতির সাধারণ সভায়ও উপস্থিত শিক্ষকদের অধিকাংশ ক্লাস শুরুর ব্যাপারে সম্মতি প্রকাশ করেছেন বলে নাম প্রকাশে অনিচ্ছুক সভায় উপস্থিত একজন শিক্ষক নিশ্চিত করেছেন।
সব মিলিয়ে শিক্ষক সমিতির উপর চাপ বাড়ছে দ্রুত শিক্ষা কার্যক্রম চালু করতে। কিন্তু শিক্ষক সমিতির নেতৃবৃন্দ শুরু থেকেই ভিসি নিয়োগ না হওয়া পর্যন্ত ক্লাসে না ফেরার ব্যাপারে অনড় অবস্থানে রয়েছে। এর নেপথ্যের কারণ অজ্ঞাত।
খোঁজ নিয়ে জানাগেছে গত সোমবার (২১ জুলাই) শিক্ষক সমিতির নবম সাধারণ সভায় উপস্থিত ১৫/২০ জন সিনিয়র শিক্ষকসহ অধিকাংশ শিক্ষক ক্লাসে ফিরে যাওয়ার সম্মতি প্রকাশ করেন। কিন্তু সমিতির কয়েকজন শিক্ষক সেটি খন্ডন করে একটি মতৈক্যে উপনীত হন, সেটি হল শিক্ষকদের পক্ষ থেকে শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে নিয়ে একই প্লাটফর্মে থেকে প্রথমত দ্রুত ভিসি নিয়োগের ব্যাপারে জোর দাবি জানানো, দ্বিতীয়ত ভিসি নিয়োগের সঙ্গে সঙ্গে ক্লাস শুরু করা হবে। তবে শিক্ষক লাঞ্ছনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত শিক্ষার্থীদের বিচারের বিষয়ে ভিসি’র কাছে উপস্থাপন করা হবে এবং বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেয়ার প্রস্তাব রাখা হবে।
সভায় সমিতির চলমান কর্মসূচি স্থগিত বা ওই কর্মসূচির কার্যকারিতা নেই বলা হয়। সমিতির সাধারণ সম্পাদকের ভাষ্য অনুযায়ী যদি সমিতির দেওয়া কর্মসূচি বহাল না থাকে তাহলে ক্লাসে ফিরতে শিক্ষকদের আর কোন বাধা থাকার কথা নয়।
নাম প্রকাশ না করার শর্তে সভায় উপস্থিত বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক তথ্যটি নিশ্চিত করেছেন। টানা সাড়ে তিন ঘন্টা চলা ওই সভায় ভিসি নিয়োগ না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরে না যাওয়ার সিদ্ধান্তে সমিতির অনেক শিক্ষক দ্বিমত পোষণ করেন।
সমিতির সিদ্ধান্তে আন্দোলন চলমান আছে কি/না এমন এক প্রশ্নের জবাবে একটি গণমাধ্যমে দেওয়া সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোঃ ফারুক হোসেন বলেন, ‘যখন থেকে উপাচার্য নেই, তখন থেকেই কার্যত আন্দোলন কর্মসূচি কার্যকর নেই। আমাদের কর্মসূচির মাঝে উপাচার্য চলে গেছেন। দাবিটা ছিল তার কাছে। সুতরাং এটার কার্যকারিতা হারিয়ে গেছে।’
সমিতির সাধারণ সম্পাদকের ভাষ্য অনুযায়ী যদি আন্দোলনের কর্মসূচি স্থগিত বা কার্যকারিতা না থাকে তবে ক্লাশ হবে কি, হবে না? এ সিদ্ধান্ত শিক্ষক সমিতি বা সমিতি নিতে পারেন কিনা ? এবং এ জাতীয় সিদ্ধান্ত সমিতির নেওয়ার এখতিয়ার আছে কিনা? এ ব্যাপারে জানতে চাওয়া হয় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)’র সদস্য (প্রশাসন বিভাগের দায়িত্বপ্রাপ্ত) ও ইউজিসি কর্তৃক গত এক বছরে কুয়েটে বিধি বহির্ভূত নিয়োগ এবং বিভিন্ন মাধ্যমে উত্থাপিত অভিযোগের বিষয়ে গঠিত তদন্ত কমিটির প্রধান অধ্যাপক ড. মোঃ সাইদুর রহমানের কাছে। তিনি খুলনা বলেন, ‘এ জাতীয় কোন এখতিয়ার সমিতির নেই। কারণ সর্বশেষ ৪ মে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষকরা যে কোন সময় ক্লাস নেওয়া শুরু করতে পারেন। ভিসি থাকা বা না থাকা, ক্লাস নেওয়ার ব্যাপারে এটা কোন বাধা নয়। ইতিমধ্যে শিক্ষার্থীরা ক্লাসে উপস্থিত হতে শুরু করেছে। এখন শিক্ষকদের ক্লাস নিতে হবে।’
তদন্ত কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, ‘ইতিমধ্যে আমরা কর্মপরিকল্পনা নির্ধারণ করে তদন্তের কার্যক্রম শুরু করেছি।’
নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের একজন সিনিয়র শিক্ষক বলেন, ‘একজন শিক্ষক হিসেবে আমি সমিতির সিদ্ধান্তের বাইরে যেতে পারি না। আমার ব্যক্তিগত মতামত যদি চান সে ক্ষেত্রে সেক্ষেত্রে বলব, শিক্ষকদের আর রাগ না করে, সময় প্রলম্বিত না করে, বিশ্ববিদ্যালয়ের সাড়ে পাঁচ সহস্রাধিক সাধারণ শিক্ষার্থীর কথা বিবেচনা করে আমাদের উচিত ক্লাসে ফিরে যাওয়া। ছেলে মেয়েদের আমি বলেছিলাম, তোমরা সোশ্যাল মিডিয়ায় শিক্ষকদের কাছে ক্ষমা না চেয়ে সরাসরি ডীন অথবা ডিপার্টমেন্টের প্রধানদের সাথে যোগাযোগ করে শিক্ষকের একত্রিত করে তাদের কাছে ক্ষমা চাও। তাহলে সমস্যা হয়তো এত দূর সামনে এগোতো না।’
বিশ্ববিদ্যালয়ের চলমান অচলাবস্থা সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি প্রফেসর ড. শেখ শরীফুল আলম বলেন, ‘একজন শিক্ষক এবং প্রাক্তন প্রশাসক হিসেবে আমি মনে করি, দীর্ঘ পাঁচ মাসেরও বেশি সময় ধরে চলা শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষাপটে এখন সময় এসেছে একাডেমিক কার্যক্রমে ফিরে যাওয়ার। আমাদের শিক্ষার্থীরা ও তাদের পরিবার দারুণ অনিশ্চয়তায় রয়েছে। তদ্ব্যতীত, বিশ্ববিদ্যালয়ের অভিভাবক সংস্থা (বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও শিক্ষা মন্ত্রণালয়) থেকে পরামর্শ এসেছে যে, ক্লাস-পরীক্ষা চালু করা হলে ভিসি নিয়োগ প্রক্রিয়া এগিয়ে যাবে। যেহেতু নিয়োগ প্রক্রিয়া চলমান এবং কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছেন, তাই আমাদেরও দায়িত্বশীল আচরণ করে ক্লাসে ফিরে যাওয়া উচিত।
তবে শিক্ষকদের ক্লাসে ফেরার পাশাপাশি শিক্ষার্থীদের হল ও ক্যাম্পাসে উপস্থিতিও নিশ্চিত করা জরুরি। শিক্ষার্থীরা যদি ক্যাম্পাসে না থাকে, তাহলে শিক্ষকদের এককভাবে দায়ী করা কিংবা ক্লাস না নেয়ার অভিযোগ যথার্থ হয় না।
তিনি আরও বলেন, একটি প্রশ্ন প্রকটভাবে উঠছে-সরকার কেন এখনো একজন যোগ্য ও দক্ষ উপাচার্য বা প্রশাসক নিয়োগ দিতে পারছেন না? একটি জাতীয় বিশ্ববিদ্যালয় দীর্ঘ সময় ধরে উপাচার্যবিহীন থাকা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এতে করে পরিস্থিতি আরও জটিল হচ্ছে বলেই মনে হচ্ছে।
তিনি আরো বলেন, উল্লিখিত অভিমত সম্পূর্ণরূপে আমার ব্যক্তিগত। সমিতির কোনো সিদ্ধান্ত নির্ধারণের দায়িত্ব কার্যনির্বাহী কমিটির ওপরই ন্যস্ত থাকা উচিত।’
এদিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকদের মধ্যকার অসন্তোষের কারণে উদ্ভূত অস্বাভাবিক পরিস্থিতি ও শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সচিব ও চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মজিদকে আহবায়ক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী মন্ডল ও বুয়েটের অধ্যাপক ড. মাসরুর আলীকে সদস্য করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি ঘোষণা করে প্রজ্ঞাপন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
২০ জুলাই মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের (বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখা)’র সিনিয়র সহকারী সচিব এ এস এম কাসেম ওই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।
প্রজ্ঞাপনে বলা হয়-
১. চলতি বছরের ফেব্রুয়ারিতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতির জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করতে হবে।
২. শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার কারণ উদঘাটন এবং সংশ্লিষ্টদের ভূমিকা চিহ্নিতকরণ।
৩. প্রজ্ঞাপন জারির দুই মাসের মধ্যে প্রতিবেদন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগ বরাবর দাখিল করতে হবে।
৪. বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি পুনরুদ্ধার এবং সুষ্ঠু ব্যবস্থাপনার নিশ্চিন্তের মাধ্যমে নিরবিচ্ছিন্ন শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য সুপারিশ প্রদান করতে হবে।
শিক্ষক সমিতির যৌথ মানববন্ধন
এদিকে বিশ্ববিদ্যালয়ের চলমান অচলাবস্থা নিরসন এবং দ্রুত শিক্ষা কার্যক্রম চালু করার জন্য অনতিবিলম্বে ভাইস-চ্যান্সেলর নিয়োগের দাবিতে শিক্ষক সমিতি, ছাত্র, অভিভাবকদের যৌথ মানববন্ধন আজ বুধবার বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের দুর্বার বাংলা চত্বরে অনুষ্ঠিত হয়।
এসময়ে শিক্ষকদের পক্ষ থেকে ৬টি দাবি তুলে ধরা হয়। এগুলো হলো-
১। পূর্বের ভাইস-চ্যান্সেলরের অব্যহতির পরে ছাত্রদের মধ্যে বা ছাত্রদের সাথে এলাকাবাসীর বিভিন্ন রকম অপ্রীতিকর ঘটনা ঘটছে । ছাত্রদের নিরাপত্তা ও বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা জনিত এমন ঝুঁকি এখনো বিদ্যমান । এরকম নাজুক পরিস্থিতিতে এবং দেশের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় ছাত্রদের নিরাপত্তার দায়িত্ব ভাইস-চ্যান্সেলরের অবর্তমানে  কারও পক্ষে নেওয়া সম্ভব নয়।
২। বিশ্ববিদ্যালয়ের বিধি-বিধান অনুযায়ী একাডেমিক ক্যালেন্ডার বিশেষ করে পরীক্ষা সংক্রান্ত প্রায় সকল বিষয়ের জন্য একাডেমিক কাউন্সিলের অনুমোদন প্রয়োজন হয়। বিশেষ ক্ষেত্রে ভাইস-চ্যান্সেলর একাডেমিক কাউন্সিলের অনুমোদন সাপেক্ষে অনুমতি প্রদান করে থাকেন যা বর্তমানে অন্য কারো পক্ষে সম্ভব নয়।
৩। বিভিন্ন পোস্টগ্রাজুয়েট প্রোগ্রাম, থিসিস কমিটি অনুমোদন, ভাইভাবোর্ড আহবানের অনুমতি, মেয়াদোত্তীর্ণ ছাত্রদের জন্য সিদ্ধান্ত ইত্যাদি সহ সকল ক্ষেত্রে সিএএসআর এর সুপারিশ এবং একাডেমিক কাউন্সিলের অনুমোদন প্রয়োজন হয়। যা পরিচালনা করা উভয় কমিটির সভাপতি ভাইস-চ্যান্সেলরের অবর্তমানে সম্ভব নয়।
৪। ইউজি প্রথম বর্ষ ২০২৫ ও পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রাম এর জুলাই ২০২৫ সেশনের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন সহ ক্লাস শুরু করার জন্য একাডেমিক কাউন্সিলের সভা প্রয়োজন  যা ভাইস-চ্যান্সেলরের অবর্তমানে সম্ভব নয় ।
৫। বিভাগীয় প্রধান সহ প্রশাসনিক দায়িত্বে থাকা কারও কারও মেয়াদ পূর্ণ হয়ে যাওয়ায় উক্ত পদগুলোতে প্রশাসনিক শূন্যতা তৈরি হয়েছে। ক্লাস শুরুর আগে এই শূন্যতা পূরণ করা জরুরী যা ভাইস-চ্যান্সেলরের অবর্তমানে সম্ভব নয়।
৬। দীর্ঘ সময় ভাইস-চ্যান্সেলর না থাকায় অনেক ছাত্রদের ফলাফল প্রকাশ, সার্টিফিকেট উত্তোলন ইত্যাদি কার্যক্রম বন্ধ আছে। ফলে তাদের চাকুরী বা বিদেশ গমনের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে গভীর সংকট তৈরি হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের আর্থিক ও উন্নয়ন কর্মকান্ড অচল হয়ে পড়েছে। ছাত্রদের বাসের তেলের মূল্য পরিশোধ করতে না পারায় বাস চলাচল বন্ধ করে দিতে হচ্ছে।
এক কথায় দীর্ঘ সময় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক শৃঙ্খলা বিঘ্নিত হয়েছে যা পুনঃ প্রতিষ্ঠা না করে চলমান সংকট নিরসন করা তথা শিক্ষার স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করা যাবে না, এবং এটা কেবলমাত্র ভাইস-চ্যান্সেলরের উপস্থিতিতেই সম্ভব। এমতাবস্থায় বিশ্ববিদ্যালয়ের চলমান সংকট সমাধানে ও ক্লাস চালু করার জন্য অতি দ্রুত একজন যোগ্য ভাইস-চ্যান্সেলর নিয়োগ দেওয়ার জন্য সরকারের কাছে অনুরোধ জানানো হয়।
শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ সাহিদুল ইসলামের সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ ফারুক হোসেন, প্রফেসর ড. মোঃ আব্দুর রফিক, প্রফেসর ড. মহিউদ্দিন আহমাদ, প্রফেসর ড. মোঃ আব্দুল্লাহ ইলিয়াছ আক্তার, অধ্যাপক, প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম, অধ্যাপক, প্রফেসর ড. মুহাম্মাদ হারুনুর রশীদ, অধ্যাপক, প্রফেসর ড. এম. এম. তওহিদ হোসেন, প্রফেসর ড. মুহাম্মদ শাহজাহান আলী, প্রফেসর ড. মোঃ রোকনুজ্জামান, প্রফেসর ড. মোঃ আবু জাকির মোর্শেদ, প্রফেসর ড. রাজিয়া খাতুন, প্রফেসর ড. মোঃ সালাহ্ উদ্দীন ইউসুফ, প্রফেসর ড. এ. বি. এম. আওলাদ হোসেন, প্রফেসর ড. মনির হোসেন, প্রফেসর ড. মোহাম্মদ ইলিয়াছ ইনাম, প্রফেসর ড. মোহাম্মদ সুলতান মাহমুদ, প্রফেসর ড. কাজী মোস্তাফিজুর রহমান, প্রফেসর ড. মোঃ আশরাফুল আলম সহ শিক্ষার্থী ও অভিভাবক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর
Theme Created By AR.Host