বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনায় মৃত ৬জন সরকারি কর্মচারীর পরিবারকে ৪০ লাখ টাকার চেক হস্তান্তর মোল্লাহাটে মহাসড়কে যুবককে গুলি শরণখোলায় বিপুল উৎসাহ ও আনন্দমূখর পরিবেশে পালিত হচ্ছে শারদীয় দুর্গা উৎসব এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ও চিকিৎসাভাতা নিয়ে সুখবর ২২ মাসের বকেয়া বেতন ভাতা প্রদানের দাবিতে খুলনায় কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন  গণভোট’ই সমস্যার সমাধান হতে পারে:-শেখ মোস্তাফিজুর রহমান খুলনায় ঘুমন্ত অবস্থায় যুবককে গুলি করে হত্যা পূর্ব সুন্দরবনের করমজলে কুমিরের আক্রমণে নিহত জেলের লাশ উদ্ধার মহেশপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রয়াত শিক্ষকদের স্মরণ  সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চরফ্যাশনে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে নাজিম উদ্দিন আলম

গোপালগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ১৬৪ জন গ্রেপ্তার

দর্পণ ডেস্ক / ১৬ বার পড়া হয়েছে
সময়ঃ শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ১০:১৬ অপরাহ্ন

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় যৌথ বাহিনীর অভিযানে ১৬৪ জন গ্রেপ্তার হয়েছেন। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এদিকে, জেলায় চলমান কারফিউ আগামীকাল শনিবার সকাল ৬টা পর্যন্ত বাড়ানো হয়েছে।

গত বুধবার এনসিপির পদযাত্রা ঘিরে দিনভর গোপালগঞ্জে দফায় দফায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা এ হামলায় অংশ নেন। তাদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে পাঁচজন নিহত হন। অন্তত আটজন গুলিবিদ্ধসহ অর্ধশতাধিক মানুষ আহত হন। এ ঘটনায় গোপালগঞ্জ রণক্ষেত্রে পরিণত হয়। আইন-শৃঙ্খলা রক্ষা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনী অভিযান শুরু করে।

শেষ খবর পাওয়া পর্যন্ত মোট ১৬৪ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গ্রেপ্তারদের মধ্যে সদর থানায় ৪৫ জন, মুকসুদপুরে ৬৬ জন, কাশিয়ানীতে ২৪ জন, টুঙ্গিপাড়ায় ১৭ জন এবং কোটালীপাড়া থানায় ১২ জন। গ্রেপ্তারদের শুক্রবার সন্ধ্যায় আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

সন্ত্রাসবিরোধী আইনে মামলা: বৃহস্পতিবার গভীর রাতে গোপিনাথপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আহম্মেদ আলী বিশ্বাস বাদী হয়ে একটি সন্ত্রাসবিরোধী আইনে মামলা (মামলা নং-১৫, তাং ১৭.০৭.২৫) দায়ের করেন।

এতে নিষিদ্ধ ঘোষিত জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা ও সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালসহ ৭৫ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাত আরও ৪৫০-৫০০ জনকে আসামি করা হয়েছে। এছাড়া কাশিয়ানী থানায় ৭০ জনের নামসহ অজ্ঞাত ২৫০-৩০০ জনকে আসামি করে আরেকটি মামলা হয়।

নদীপথেও নজরদারি: ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌবাহিনী নদীপথে টহল জোরদার করেছে। কোস্ট গার্ড ও নৌবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, “দুষ্কৃতিকারীদের ধরতে জলপথেও অভিযান অব্যাহত রয়েছে

হতাহতের সংখ্যা: এনসিপি নেতাদের ওপর হামলায় এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫ জনে। তাদের মধ্যে চারজন ঘটনাস্থলে নিহত হন এবং রমজান মুন্সি (৩৫) নামে এক রিকশাচালক ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ব্যবসায়ীরা বিপাকে: কারফিউয়ের কারণে ব্যবসায়ীরা মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন। বিশেষ করে ফল-সবজি বিক্রেতারা বলছেন, পণ্য পচে গিয়ে ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। শহরের বড়বাজারের ফল ব্যবসায়ী রতন সাহা বলেন, “তিন দিনে প্রায় ৩০ হাজার টাকার ফল পচে গেছে। শুক্রবার তিন ঘণ্টার জন্য দোকান খুলেছি, তাতেও ঠিকমতো বিক্রি হয়নি। আমরা চাই পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হোক।”

সার্বিক পরিস্থিতি: বর্তমানে গোপালগঞ্জে সর্বত্র উচ্চ সতর্কতা ও কড়া নজরদারি চলছে। যৌথ বাহিনী, পুলিশ, কোস্ট গার্ড এবং নৌবাহিনী—সবাই মিলে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে।পরিস্থিতি উন্নয়নের ওপর নির্ভর করেই শনিবার সকাল ৬টার পর কারফিউ তুলে নেওয়া হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

facebook sharing button
messenger sharing button
whatsapp sharing button
twitter sharing button
sharethis sharing button


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর
Theme Created By AR.Host