“ষ্টাফ রিপোর্টার ”
শরণখোলায় বাসের ধাক্কায় রাশিদা বেগম (৫০) নামের এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৫ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রাশিদা বেগম শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের মো. সবুর মুন্সির স্ত্রী।
পুলিশ জানায়, রাশিদা বেগম নলবুনিয়া গ্রামে তার ভাইয়ের বাড়িতে দাওয়াত খেয়ে বাড়ি ফিরছিলেন। রাজৈর বাসস্ট্যান্ডে পৌঁছালে এ সময় বি এম লাইন নামের একটি পরিবহন বাস যাত্রী নামিয়ে গাড়ি ঘোরানোর সময় বাসটি পেছন দিক থেকে নারীকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শরণখোলা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল আজিজ বলেন, “বাসটি ঘোরানোর সময় পিছন থেকে ধাক্কা দিলে রাশিদা বেগমের মাথায় গুরুতর আঘাত লাগে এবং তিনি ঘটনাস্থলেই মারা যান। আমরা মৃতদেহ থানায় নিয়ে এসেছি এবং বাসটিও জব্দ করা হয়েছে। পরিবারের সদস্যরা আসলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়রা জানান, বাসস্ট্যান্ড এলাকায় পর্যাপ্ত নিয়ন্ত্রণ ও ট্রাফিক ব্যবস্থা না থাকায় পরিবহনগুলো সড়কের উপর পার্কিং করে বলে এমন দুর্ঘটনা বারবার ঘটছে।