বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
খুলনায় মৃত ৬জন সরকারি কর্মচারীর পরিবারকে ৪০ লাখ টাকার চেক হস্তান্তর মোল্লাহাটে মহাসড়কে যুবককে গুলি শরণখোলায় বিপুল উৎসাহ ও আনন্দমূখর পরিবেশে পালিত হচ্ছে শারদীয় দুর্গা উৎসব এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ও চিকিৎসাভাতা নিয়ে সুখবর ২২ মাসের বকেয়া বেতন ভাতা প্রদানের দাবিতে খুলনায় কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন  গণভোট’ই সমস্যার সমাধান হতে পারে:-শেখ মোস্তাফিজুর রহমান খুলনায় ঘুমন্ত অবস্থায় যুবককে গুলি করে হত্যা পূর্ব সুন্দরবনের করমজলে কুমিরের আক্রমণে নিহত জেলের লাশ উদ্ধার মহেশপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রয়াত শিক্ষকদের স্মরণ  সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চরফ্যাশনে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে নাজিম উদ্দিন আলম

বিপথগামী নেতাকর্মীর কর্মকাণ্ডের দায় বিএনপি গ্রহণ করবে না : প্রিন্স

শরণখোলা দর্পণ ডেস্কঃ / ৪১ বার পড়া হয়েছে
সময়ঃ মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ২:১৮ অপরাহ্ন

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ভোগ নয়, ত্যাগ ও নিঃস্বার্থ জনসেবার মানসিকতা নিয়ে নেতাকর্মীদের রাজনীতি করতে হবে। ব্যক্তিগত চাওয়া পাওয়ার হিসাব কোষলে রাজনীতিতে সফল হওয়া যাবে না।

মঙ্গলবার দুপুরে ময়মনসিংহের হালুয়াঘাট পৌর শহরের উত্তর খয়রাকুড়ি উপজেলা মিলনায়তনে উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি জয়নাল আবেদীন ফকিরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন প্রিন্স।

জয়নাল আবেদীন ফকিরের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এমরান সালেহ প্রিন্স বলেন, তিনি একজন ত্যাগী, আদর্শ ও নিবেদিতপ্রাণ নেতা ছিলেন। নেতা হয়েও কর্মীর মতো কাজ করেছেন হাসি মুখে। দল সরকারে থাকা অবস্থাতেও তিনি চাওয়া পাওয়ার হিসাব করেন নাই। বর্তমান নেতাকর্মীদের প্রতি জয়নাল আবেদীন ফকিরের জীবন থেকে শিক্ষা নিয়ে দেশ ও জনগণের নিঃস্বার্থ সেবায় কাজ করার আহবান জানান তিনি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, বিএনপি জনপ্রিয় দল। গুটি কয়েক বিপথগামী নেতাকর্মীর অনৈতিক কর্মকাণ্ডের দায় বিএনপি গ্রহণ করবে না।

তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে তাদের দুর্নীতিবাজ ও সন্ত্রাসী কর্মীদের পৃষ্ঠপোষকতা করেছে, বিএনপি তা করছে না এবং করবেও না। বিপথগামী নেতাকর্মীদের বিরুদ্ধে বহিষ্কার করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও গ্রহণ করছে।

উপজেলা কৃষক দলের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল হান্নানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি আবুল বাসার আকন্দ, হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর, সদস্য সচিব আবদুল আজিজ খান, মরহুমের ছেলে জেলা জাসাস এর সহ-সভাপতি রাব্বী কায়সার আরাফাত প্রমুখ বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর
Theme Created By AR.Host