মাহমুদ হাসান, মোংলা প্রতিনিধি
বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের অপরাধে দুইটি ফিশিং ট্রলার সহ ৩৪ জন ভারতীয় জেলেকে আটক করেছে মোংলা নৌবাহিনীর সদস্যরা।
সোমবার (১৪ জুলাই) রাতে মোংলা বন্দরের ফেয়ারওয়ে বয়া সংলগ্ন গভীর সাগর থেকে ট্রলার ও জেলেদের আটক করে বাংলাদেশ নৌবাহিনীর দ্বিগরাজ নৌঘাটিতে আনা হয়েছে। সেখানে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও নাম পরিচয় শনাক্ত শেষে রাতে আটককৃতদের মোংলা থানায় হস্তান্তর করা হবে। বিষয়টি মোংলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সোমবার (১৪ জুলাই) গভীর রাতে সমুদ্রে নিয়মিত টহলদান শেষে ফেরার পথে সাগরের পশ্চিম দিকে মোংলা সমুদ্র বন্দরের ফেয়ার ওয়ে বয়ার ৭৭ নটিক্যাল মাইল বাংলাদেশের অভ্যান্তরে ভারতীয় বেশ কয়েকটি ফিশিং ট্রলার মাছ শিকার করতে দেখে নৌবাহিনী। এসময় নৌবাহিনীর সদস্যরা ট্রলারগুলো আটকের জন্য সামনের দিকে আগ্রসর হলে নৌবাহিনীর উপস্থিতি টের পেয়ে ভারতীয় জেলেরা তাদের ট্রলার নিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় ধাওয়া করে “এফবি ঝড়” ও “এফবি মঙ্গল চন্ডি-৩৮” নামের ভারতীয় দুটি মাছ ধরার ফিশিং ট্রলার জব্দ করা হয়। পরে সেই ট্রলার থেকে ৩৪ ভারতীয় জেলে সহ মাছ ধরার অন্যান্য সরঞ্জামাদী আটক করে নৌবাহিনী। ট্রলার দুটিতে শিকার করা কয়েক’ শ কেজি সামুদ্রিক মাছ রয়েছে। আটক জেলেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তাদেরকে মোংলায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
মৎস্য কর্মকর্তা আরো বলেন, প্রতি বছর ইলিশ মৌসুম এলেই ভারতীয় জেলেরা বাংলাদেশের জলসিমায় এসে তাদের অত্যাধুনিক প্রযুক্তি ব্যাবহার করে মাছ শিকার করে নিয়ে যায়। তবে বাংলাদেশের প্রশাসনও ভারতীয় জেলেদের আগ্রাসন ঠেকাতে কঠোর অবস্থানে থেকে তাদের টহল জোরদার রেখেছে।
সোমবার আটক ২টি ফিশিং ট্রলারে থাকা ইলিশ সহ অন্যান্য মাছ নিলামে বিক্রি করা হবে বলেও জানান ঐ মৎস্য কর্মকর্তা।