বিশেষ প্রতিনিধি,পিরোজপুর :
পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসন ও উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ এর আয়োজনে আজ সোমবার (১৪ জুলাই) বিশ্ব জনসংখ্যা দিবস পারিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার সজল মোল্লার সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আরিফুর রহমান খান, কাউখালী এস বি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোস্তফা কামাল, কাউখালী প্রেসক্লাব সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার প্রমুখ।
শেষে শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী নিভা রানী হালদার, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা ববিতা বড়াল, শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. রেজাউল হক সরদার, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র চিরাপাড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ও শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ কাউখালী সদর বিজয়ীদের হাতে পুরস্কার প্রদান করা হয়।