ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে দুর্দান্ত জয় পেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দল। সাফ চ্যাম্পিয়নশিপের ম্যাচে নেপালকে ৩-০ গোলে হারিয়েছে অপির্তা বিশ্বাসরা।
৪১ মিনিটে কর্নার থেকে তৈরি হওয়া জটলার সুযোগ কাজে লাগিয়ে কোনাকুনি শটে গোল করেন থৈনু মারমা। এর ৪৫ মিনিটে মিডফিল্ড থেকে আক্রমণ সাজিয়ে বক্সের বাইরে থেকে দূরপাল্লার শটে জাল খুঁজে নেন সুরভী আকন্দ প্রীতি। ম্যাচের ইনজুরি সময়ে বদলি খেলোয়াড় রিয়া গোলরক্ষক ও ডিফেন্ডারকে কাটিয়ে করেন বাংলাদেশের তৃতীয় গোল।
দ্বিতীয়ার্ধে নেপাল কয়েকটি সহজ সুযোগ হাতছাড়া করে। বাংলাদেশের প্রীতি হ্যাটট্রিকের কাছাকাছি গিয়েও দুইবার বারে লেগে গোল মিস করেন। থৈনু মারমার একটি দূরপাল্লার শটও পোস্টে লাগে।
ডাবল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত এই আসরে বাংলাদেশ ইতোমধ্যেই ভুটান ও নেপালকে হারিয়েছে। তবে ভারতের কাছে একটি ম্যাচে হেরেছে। আবারও একই প্রতিপক্ষের বিপক্ষে খেলবে তারা। সব শেষে ছয় ম্যাচ শেষে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দল চ্যাম্পিয়ন হবে।
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ