সৈকত মোঃ সোহাগ ,খুলনা অফিস:
গোপালগঞ্জে হামলার সাথে জড়িতদের আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এছাড়া হামলার প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার সারাদেশে প্রতিবাদ সমাবেশ ঘোষণা করেছে সংগঠনটি।
আজ বুধবার রাত সাড়ে ৯টায় খুলনা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের কেন্দ্রীয় আহবায়ক নাহিদ ই্সলাম।
এসময়ে তিনি গোপালগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্র লীগের সন্ত্রাসী ঘটনার বর্ণণা করে বলেন, পতিত স্বৈরাচারী, ফ্যাসিষ্ট আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠন নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রসীরা এখন জঙ্গী হামলা চালাচ্ছে। এ হামলার মাধ্যমে আবারো এই ফ্যাসিষ্টদের আসল রূপ প্রকাশ পেয়েছে শুধু গোপালগঞ্জই নয়, সারাদেশে জঙ্গী হামলা চালানোর পরিকল্পনা নিচ্ছে।
তিনি বলেন, গোপালগঞ্জে আমাদের পথে পথে বাঁধা দেওয়া হয়েছে। আমাদের উপর হামলা করা হয়েছে। গাড়ীর বহরে হামলা হয়েছে। হামলায় আমাদের তিনজন কর্মী আহত ও ৬টি গাড়ী ক্ষতিগ্রস্ত হয়েছে।
নাহিদ ইসলাম আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর সমালোচনা করে বলেন, পুলিশের ব্যর্থতা রয়েছে। পুলিশ প্রথম থেকে সতর্ক থাকলে এধরণের ঘটনা ঘটতো না। তিনি বলেন, যতই বাধা আসুক আমাদের কর্মসূচি অব্যাহত তাকবে। আগামীকাল বৃহস্পতিবার ফরিদপুরে আমাদের সমাবেশ রয়েছে, আমরা সেখানে কর্মসূচি পালন করবো। তবে মাদারীপুর এবং শরীয়তপুরের কর্মসূচি আপাতত স্থগিত থাকছে।
ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে সারাদেশে যারা প্রতিবাদ এবং নিন্দা জানিয়ে যেসকল রাজনৈতিক সংগঠন বিবৃতি দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নাহিদ ইসলাম বলেন, জুলাই আন্দোলনে সারাদেশে যারা আন্দোলন করেছিলেন তাদের উপর জঙ্গী হামলা হতে পারে।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সংগঠনের সদস্যসচিব আকতার হোসেন বলেন, গোপালগঞ্জের কর্মসূচি সফল হয়েছে। কর্মসূচি শেষে আমরা যখন মাদারীপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করি তখনই আমাদের উপর ন্যাক্কারজনক হামলা চালায় ছাত্রলীগের সন্ত্রাসীরা। তারা জঙ্গী কায়দায় দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে হামলা চালায়। পরে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় আমরা নিরাপদে খুলনা চলে আসি।
তিনি বলেন, গোপালগঞ্জ এখন আওয়ামী সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়কেন্দ্র। সারাদেশে যাদের নামে মামলা হয়েছে তারাই এখন গোপালগঞ্জে আশ্রয় নিচ্ছে। এনসিপির নেতা-কর্মীদের হত্যার উদ্দেশ্যেই আজকে হামলা চালানো হয়েছে। আইন-শৃংখলা বাহিনীর সিকিউরিটি আরো কঠোর হলে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হতো।
এই হামলার মাধ্যমে আওয়ামীলীগের চরিত্র ফুটে উঠেছে। মুজিববাদীদের বিরুদ্ধে সংগ্রাম শেষ হয়নি। সারাদেশে লড়াইটা চালিয়ে যেতে হবে। যতবাধাই আসুক ৬৪ জেলায় আমাদের কর্মসূচি চলবে।
এসময়ে অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে গোপালগঞ্জ থেকে নিরাপদে খুলনায় পৌছেছেন জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) নেতারা। আজ বুধবার সন্ধ্যার পর তারা খুলনায় এসে পৌছান।
এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আকতার হোসেন, তাসনিম জারা খুলনা সার্কিট হাউজে এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, হাসানাত আবদুল্লাহ, সারজিস আলমসহ অন্য কেন্দ্রীয় নেতারা একটি হোটেলে অবস্থান করেন।
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ