বিশ্ব লিজেন্ডস চ্যাম্পিয়নশিপে মঙ্গলবার (২৯ জুলাই) লেস্টারে ঘটল এক ব্যতিক্রমী ক্রিকেট মুহূর্ত, যা জায়গা করে নিয়েছে ইতিহাসের পাতায়। অস্ট্রেলিয়া চ্যাম্পিয়নস ও পাকিস্তান চ্যাম্পিয়নসের মধ্যকার ম্যাচের শেষ ওভারে বল হাতে এসে রীতিমতো ‘দুঃস্বপ্ন’ দেখালেন অস্ট্রেলিয়ান বোলার জন হেস্টিংস।
মাত্র ৭৫ রানের লক্ষ্যে খেলতে নেমে পাকিস্তান ৭.৫ ওভারেই জয়ের বন্দরে পৌঁছায়। কিন্তু শেষ মুহূর্তের সবচেয়ে আলোচিত দৃশ্য হয়ে ওঠে হেস্টিংসের এক ওভার। ওই ওভারে মোট ১৮টি বল করতে হয় তাকে—এর মধ্যে ছিল ১২টি ওয়াইড ও একটি নো বল! ধারাভাষ্যকাররা হতবাক, গ্যালারির দর্শকরা স্তব্ধ, এমনকি মাঠের পাশে থাকা ব্রেট লিও মাথা থেকে টুপি খুলে দাঁড়িয়ে পড়েন—অবাক বিস্ময়ে।
টস জিতে পাকিস্তানের অধিনায়ক শোয়েব মালিক অস্ট্রেলিয়াকে ব্যাট করতে পাঠালে শুরুটা ভালোই করে অজি ব্যাটাররা। তবে সাঈদ আজমলের দুর্দান্ত স্পিন আক্রমণে ভেঙে পড়ে ইনিংস। ৪ ওভার বল করে ১৬ রানে ৬ উইকেট তুলে নেন আজমল। ইমাদ ওয়াসিম নেন আরও ২ উইকেট। শেষ ৮ উইকেট পড়ে মাত্র ৩৯ বলের ব্যবধানে। শেষ পর্যন্ত ৭৪ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া চ্যাম্পিয়নস।
পাকিস্তানের দুই ওপেনার শারজিল খান (৩২*) ও সোহায়ব মাকসুদ (২৮*) মিলে কোনো উইকেট না হারিয়ে সহজ জয় নিশ্চিত করেন।
এই জয়ের ফলে পাকিস্তান চ্যাম্পিয়নস টেবিলের শীর্ষে উঠে আসে। তবে সেমিফাইনালে প্রতিপক্ষ ভারত চ্যাম্পিয়নসকে ঘিরে রয়েছে অনিশ্চয়তা। জম্মু-কাশ্মীরের পেহেলগাম হামলা ও রাজনৈতিক উত্তেজনার কারণে আগের ম্যাচ বয়কট করেছিল ভারতীয় দল। ফলে সম্ভাব্য হাইভোল্টেজ সেমিফাইনাল মাঠে গড়াবে কি না, সেটি এখন সময়ই বলে দেবে।
একদিকে সাঈদ আজমলের দুর্দান্ত বোলিং স্পেল, অন্যদিকে জন হেস্টিংসের ইতিহাস গড়া ওভার—সব মিলিয়ে ম্যাচটি জায়গা করে নিয়েছে ক্রিকেটের ব্যতিক্রমী ঘটনার তালিকায়।
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ