বিশ্বের কোটি ভক্তের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ১১ জুলাই মুক্তি পাচ্ছে বহু প্রতীক্ষিত নতুন ‘সুপারম্যান’ সিনেমা। বাংলাদেশের দর্শকদের জন্য রয়েছে বিশেষ সুখবর—আন্তর্জাতিক মুক্তির দিনেই এটি স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে।
ছবির টিজার ও ট্রেলার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে সৃষ্টি হয়েছে ব্যাপক উৎসাহ ও আলোচনা। অনেকে ইতিমধ্যে ছবিটিকে বছরের সবচেয়ে প্রতীক্ষিত সুপারহিরো মুভি হিসেবে আখ্যা দিচ্ছেন।
সুপারম্যান—শুধু সুপারহিরো নয়, আশার প্রতীক
১৯৩৮ সালে অ্যাকশন কমিকসের মাধ্যমে যাত্রা শুরু করে সুপারম্যান। সময় বদলালেও বদলায়নি তার জনপ্রিয়তা, বরং বেড়েছে প্রজন্ম থেকে প্রজন্মে। লাল-নীল কস্টিউম পরা এই চরিত্রটি হয়ে উঠেছে সত্য, ন্যায়পরায়ণতা ও মানবিকতার প্রতীক।
সুপারম্যানের শক্তি তাকে পৃথিবীর শ্রেষ্ঠতম অস্ত্রে পরিণত করতে পারত। কিন্তু সে বেছে নেয় সংযম, সহানুভূতি আর নৈতিকতা—কারণ সে মানুষকে ভালোবাসে, এবং বিশ্বাস করে, ক্ষমতা মানেই দায়িত্ব।
নতুন চেহারায় আসছেন সুপারম্যান
ডিসি ইউনিভার্সের নতুন এই অধ্যায়ের নামমাত্র শুরু হচ্ছে জেমস গান পরিচালিত ‘সুপারম্যান’ সিনেমা দিয়ে। এবার সুপারম্যান চরিত্রে অভিনয় করছেন মার্কিন অভিনেতা ডেভিড কোরেনসোয়েট।
ডিসি স্টুডিওর প্রধান জেমস গান জানিয়েছেন, ছবিটি শুধুমাত্র অ্যাকশননির্ভর নয়—এটি একজন অভিবাসী সুপারহিরোর গল্প, যে তার জায়গা খুঁজে নিচ্ছে নতুন এক জগতে। উঠে এসেছে মানবিকতা, সম্পর্ক, রাজনীতি ও নৈতিক দ্বন্দ্বের মতো সমসাময়িক বিষয়।
এক সাক্ষাৎকারে জেমস গান বলেন,
> “সুপারম্যান আসে তখনই, যখন মানুষ আশাভঙ্গের শিকার হয়। আমি এমন একজন ভালো মানুষের গল্প বলছি, যাকে প্রতিবাদী হতে হয়েছে—কারণ সমাজে নীচতা বেড়ে গেছে।”
সিনেমায় যা দেখা যাবে
ছবিটিতে থাকবে সুপারম্যানের অতীত, তার মূল্যবোধ, আধুনিক পৃথিবীর সঙ্গে তার সংঘাত এবং মানুষকে বাঁচানোর নিরন্তর সংগ্রাম। এটি শুধুমাত্র এক সুপারহিরোর গল্প নয়, বরং একটি আদর্শের গল্প—যা বর্তমান বাস্তবতায় আরও প্রাসঙ্গিক হয়ে উঠেছে।
বাংলাদেশের দর্শকদের জন্য বিশেষ সুযোগ
স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে আন্তর্জাতিক মুক্তির দিনেই বাংলাদেশের দর্শকেরা ছবিটি উপভোগ করতে পারবেন। এই প্রথম দিনে মুক্তির অভিজ্ঞতা পেতে আগ্রহী দর্শকদের আগে থেকেই টিকিট কেটে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ