দিনে ১০ হাজার স্টেপ হাঁটতে হবে— এই উদ্দেশ্য নিয়ে হাঁটা শুরু করেছিলেন। কিন্তু কোনওদিনই ৭-৮ হাজারের বেশি স্টেপ হাঁটা হচ্ছে না। অন্তত এমনটাই বলছে আপনার ফিটনেস ট্র্যাকিং অ্যাপ বা ডিভাইস। তবে এতে কোনও ক্ষতি নেই। সাম্প্রতিকতম গবেষণা বলছে, ৭ হাজার স্টেপ হেঁটেও একদম সুস্থ থাকা যায়।
১ লাখ ৬০ হাজার প্রাপ্তবয়স্ককে নিয়ে করা গবেষণায় দেখা গিয়েছে, দৈনিক ৭ হাজার স্টেপ হাঁটলেই একাধিক রোগের ঝুঁকি কমানো সম্ভব। এই গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে ল্যানসেট পত্রিকায়। ১০ হাজার স্টেপ হাঁটলে স্বাভাবিক ভাবেই উপকারিতা পাবেন। কিন্তু ১০ হাজার স্টেপ হাঁটা মোটেও সহজ নয়। মোটামুটি ৭ হাজার স্টেপ হাঁটলেও সুস্থ থাকতে পারবেন।
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ