সাবেক টুইটার সিইও ও সহপ্রতিষ্ঠাতা জ্যাক ডরসি নতুন মেসেজিং অ্যাপ ‘বিটচ্যাট’ চালু করেছেন। এই অ্যাপটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং টেস্টফ্লাইট অ্যাপের মাধ্যমে ব্যবহার করা যাচ্ছে।
বিটচ্যাট একটি বিকেন্দ্রীকৃত, পিয়ার-টু-পিয়ার ভিত্তিক মেসেজিং অ্যাপ, যা ব্লুটুথ মেশ নেটওয়ার্কে কাজ করে। এতে ইন্টারনেট, কেন্দ্রীয় সার্ভার, ফোন নম্বর বা ই-মেইলের প্রয়োজন নেই।
অ্যাপটি কাছাকাছি থাকা ডিভাইসগুলোর মধ্যে এনক্রিপ্টেড ও অস্থায়ী বার্তা বিনিময় করতে পারে। বার্তাগুলো ডিভাইসেই সীমিত সময়ের জন্য সংরক্ষিত থাকে এবং সার্ভারে আপলোড হয় না।
ব্যবহারকারী চলাফেরার সময় স্থানীয় ব্লুটুথ ক্লাস্টার তৈরি হয় এবং বার্তা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে পৌঁছে যায়, ইন্টারনেট ছাড়াই বার্তাগুলো দূরবর্তী ব্যবহারকারীর কাছে পৌঁছাতে পারে।
অ্যাপটিতে ব্রিজ ডিভাইস ব্যবহার করা হয়, যা একাধিক ব্লুটুথ ক্লাস্টারকে যুক্ত করে নেটওয়ার্ক বিস্তৃত করতে সহায়তা করে।
বিটচ্যাটের মাধ্যমে গোপনীয়তা ও সেন্সরশিপ প্রতিরোধে ডরসির অবস্থান প্রতিফলিত হয়েছে। অ্যাপটির হোয়াইট পেপার গিটহাবে প্রকাশ করা হয়েছে।
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ