হোয়াইটওয়াশের মিশনে নেমে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। জয়ের সুবর্ণ সুযোগ হাতছাড়া করে সিরিজের শেষ ম্যাচে পাকিস্তানের কাছে হেরে যায় টাইগাররা। আর এই জয়ের মাধ্যমে হোয়াইটওয়াশ হওয়া থেকে নিজেদের সম্মান রক্ষা করল সফরকারীরা।
মিরপুর শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার সন্ধ্যায় শুরু হওয়া ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। দলে আসে পাঁচটি পরিবর্তন। তবে এদিন ব্যাটে-বলে ছন্দে ছিল না স্বাগতিকরা।
আগুন ঝরানো শুরু পাকিস্তানের
ব্যাটিংয়ে নেমে ৬ ওভারে বিনা উইকেটে ৫০ রান তোলে পাকিস্তান। উদ্বোধনী জুটিতে শাহিবজাদা ও সাইম আইয়ুব দলকে বড় সংগ্রহের ভিত্তি গড়ে দেন। সাইম ২১ রান করে আউট হলেও হাফ সেঞ্চুরি তুলে নেন শাহিবজাদা। ৪১ বলে ৬৩ রানের দৃষ্টিনন্দন ইনিংসে তিনি মারেন ৫টি ছয় ও ৬টি চার।
পরবর্তীতে হাসান নাওয়াজ করেন ৩৩ রান, মোহাম্মদ নাওয়াজ ৩০ এবং সালমান আগা করেন ১২ রান। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে পাকিস্তান তোলে ১৬০-এর কাছাকাছি সংগ্রহ।
বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ ৩টি, নাসুম আহমেদ ২টি এবং শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন ১টি করে উইকেট নেন।
ধসে পড়ে বাংলাদেশ ব্যাটিং লাইনআপ
রান তাড়ায় নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। ইনিংসের প্রথম বলেই কট বিহাইন্ড হন তানজিদ হাসান তামিম। দ্বিতীয় ওভারেই ফিরেন অধিনায়ক লিটন দাস (৮ বলে ৮)। এরপর একের পর এক ব্যাটার ফিরে গেলে ম্যাচ থেকে ছিটকে যায় টাইগাররা।
মেহেদী হাসান মিরাজ করেন ৯, জাকের আলী ১ ও শেখ মেহেদী ফেরেন শূন্য রানে। এরপর শামীম হোসেন ৫ এবং মোহাম্মদ নাঈম ১০ রান করে বিদায় নেন। ৪১ রানের মধ্যেই ৭ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ।
সাইফউদ্দিনের লড়াই, ব্যবধান কমায়
শেষ দিকে কিছুটা প্রতিরোধ গড়েন মোহাম্মদ সাইফউদ্দিন। ৩৪ বলে ৩৫ রানের হার না মানা ইনিংসে ২টি ছয় ও ২টি চার মারেন তিনি। তবে তা হারের ব্যবধানই শুধু কমিয়েছে।
পাকিস্তানের পক্ষে সালমান মির্জা ৩ উইকেট নেন মাত্র ১৯ রানে। ফাহিম আশরাফ ও মোহাম্মদ নাওয়াজ পান ২টি করে উইকেট।
সিরিজ টাইগারদের, তবে জয় দিয়ে শেষ পাকিস্তানের
তিন ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। তবে শেষ ম্যাচে হেরে হোয়াইটওয়াশের প্রতিশোধ নেওয়া হলো না টাইগারদের। উল্টো শেষ ম্যাচে জয় তুলে নিয়ে কিছুটা হলেও সম্মান বাঁচিয়ে মাঠ ছাড়ে বাবরবিহীন পাকিস্তান।
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ