অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান উসমান খাজার মা ফোজিয়া তারিক হিজাব পরার কারণে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) হেনস্থার শিকার হয়েছেন। গত মৌসুমের বক্সিং ডে টেস্টে ভারত ও অস্ট্রেলিয়ার ম্যাচ দেখতে গিয়ে এ ঘটনা ঘটে।
উসমান খাজার বর্ণনা অনুযায়ী, স্টেডিয়ামে উপস্থিত দুজন যুবক হিজাব পরা অবস্থায় তার মাকে উদ্দেশ্য করে অশ্লীল গালিগালাজ করতে থাকে। এতে আতঙ্কিত হয়ে পড়েন ফোজিয়া। উপস্থিত নিরাপত্তাকর্মীরা অভিযুক্তদের আটক করে পুলিশে সোপর্দ করেন।
তবে উসমান জানান, তার মা মহানুভবতার পরিচয় দিয়ে বলেছেন— “এক ঘটনার জন্য আমি কারও জীবনের ক্ষতি দেখতে চাই না।” মায়ের ইচ্ছাকে সম্মান জানিয়ে ঘটনাটি সতীর্থদের কাছেও প্রকাশ করেননি তিনি।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে মানবাধিকার বিষয়ে সরব উসমান খাজা এর আগেও মাঠে সামাজিক বার্তা ছড়িয়ে দিয়েছেন। এক বছর আগে তিনি জুতায় লিখেছিলেন— ‘সব জীবনই সমান গুরুত্বপূর্ণ’ এবং ‘স্বাধীনতা একটি মানবাধিকার’— পাশাপাশি এ সময় ফিলিস্তিনি পতাকার প্রতীকও ব্যবহার করেছিলেন।
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ