এশিয়া কাপে নিজেদের যাত্রা শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাতে সাড়ে ৮টায় শেখ আবু জায়েদ স্টেডিয়ামে হংকংয়ের মুখোমুখি হবে লিটন দাসের নেতৃত্বাধীন টাইগাররা। প্রথম ম্যাচ থেকেই জয় তুলে নিয়ে শুভ সূচনা করাই এখন লাল-সবুজ শিবিরের প্রধান লক্ষ্য।
স্পিন নির্ভর একাদশের ইঙ্গিত
ম্যাচ শুরুর আগে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে বাংলাদেশের সম্ভাব্য একাদশ। স্থানীয় উইকেট বিশ্লেষণে বিশেষজ্ঞরা মনে করছেন, স্পিনারদের জন্য বাড়তি সুবিধা থাকবে এই ভেন্যুতে। সেই অনুযায়ীই একাদশ সাজাতে পারেন অধিনায়ক লিটন দাস।
ওপেনিংয়ে পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসানকে দেখা যেতে পারে। একাদশে তিন নম্বরে নামবেন লিটন দাস নিজেই। এরপর সাইফ হাসান, তাওহীদ হৃদয় ও জাকের আলীর ওপর থাকবে মিডল অর্ডারের দায়িত্ব।
স্পিন আক্রমণে থাকবেন শেখ মাহেদী হাসান ও লেগ-স্পিনার রিশাদ হোসেন। প্রয়োজনে পার্ট-টাইম স্পিনার হিসেবে সাইফ হাসানকেও ব্যবহার করা হতে পারে।
পেস বিভাগে নেতৃত্ব দিবেন তাসকিন আহমেদ। তার সঙ্গে আছেন অভিজ্ঞ মোস্তাফিজুর রহমান এবং তরুণ তানজিম হাসান সাকিব।
সম্ভাব্য একাদশ
পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী, শেখ মাহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব।
প্রথম ম্যাচ জিতে আত্মবিশ্বাসী সূচনা করতে পারলে গ্রুপ পর্বে বাংলাদেশের সম্ভাবনা আরও উজ্জ্বল হয়ে উঠবে বলে আশা করছেন ক্রিকেটপ্রেমীরা।
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ