এশিয়া কাপে শুভ সূচনা করেছে বাংলাদেশ ক্রিকেট দল। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাতে শেখ আবু জায়েদ স্টেডিয়ামে হংকংয়ের বিপক্ষে টাইগাররা জিতেছে ৭ উইকেটের বড় ব্যবধানে।
টস হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ১৪৩ রান তোলে হংকং। দলের পক্ষে সর্বোচ্চ ৪২ রান করেন নিজাকাত খান। এছাড়া জিসান ৩০ এবং ইয়াসিম করেন ২৮ রান। বাংলাদেশের বোলারদের মধ্যে তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব ও রিশাদ হোসেন সমান দুটি করে উইকেট নেন।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভালো শুরু এনে দেন দুই ওপেনার তানজিদ তামিম ও পারভেজ হোসেন ইমন। ইমন করেন ১৪ বলে ১৯ এবং তামিম করেন ১৮ বলে ১৪ রান। দুজন দ্রুত ফেরার পর দলের হাল ধরেন লিটন দাস ও তাওহীদ হৃদয়। তাদের তৃতীয় উইকেট জুটিতে আসে ৯৫ রান। ইনিংসের শেষ দিকে লিটন আউট হলেও দলকে জয়ের দোরগোড়ায় নিয়ে যান তিনি। লিটন খেলেন ৫৯ রানের দারুণ ইনিংস। অপরপ্রান্তে তাওহীদ হৃদয় অপরাজিত থাকেন ৩৫ রানে।
শেষ পর্যন্ত ১৭.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৪৪ রান তুলে জয় নিশ্চিত করে বাংলাদেশ।
ফলাফল : বাংলাদেশ ৭ উইকেটে জয়ী।
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ