শ্রীলঙ্কা সফরের সাদা বলের মিশনে সমতায় ফেরার পর আজ সিরিজ জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে ৮৩ রানের দাপুটে জয় পেয়েছিল টাইগাররা। সেই জয়ে ১-১ সমতা আসে সিরিজে। আজ (বুধবার) সন্ধ্যা সাড়ে ৭টায় প্রেমাদাসা স্টেডিয়ামে শুরু হবে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি। লক্ষ্য—সফরের জয়ী সমাপ্তি।
এই ম্যাচে আত্মবিশ্বাস জোগাবে গত ম্যাচের পারফরম্যান্স। বিশেষ করে লিটন দাসের ফর্মে ফেরা দলকে দিয়েছে বড় স্বস্তি। সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন মনে করছেন, এ জয় হতে পারে ভবিষ্যতের আলোর দিশা।
তবে প্রেমাদাসায় টস হয়ে উঠতে পারে ম্যাচ ভাগ্যের বড় নিয়ামক। শেষ ১০ ম্যাচে ৯ বার জিতেছে রান তাড়া করা দল। প্রথম ইনিংসে গড় রান মাত্র ১২৫। তার ওপর রয়েছে বৃষ্টির সম্ভাবনাও।
শ্রীলঙ্কার জন্য ম্যাচটি আত্মমর্যাদা ফেরানোর লড়াই। দ্বিতীয় ম্যাচে মাত্র ৯৪ রানে অলআউট হয়েছিল তারা—দেশের মাটিতে তাদের টি-টোয়েন্টি ইতিহাসের সবচেয়ে কম সংগ্রহ। আজ ঘুরে দাঁড়াতে চায় লঙ্কানরা। ওপেনার মেন্ডিস ও নিশানকা আস্থার প্রতীক। তবে অধিনায়ক আসালাঙ্কার সামনে বড় চ্যালেঞ্জ ভারসাম্যপূর্ণ একাদশ গঠন। হাসারাঙ্গার অনুপস্থিতিতে স্পিন বিভাগ দুর্বল, ভরসা এখনো হয়ে উঠতে পারেননি জেফ্রি ভ্যান্ডারসে।
বাংলাদেশের স্পিন আক্রমণ ইতিমধ্যে প্রভাব ফেলেছে। রিশাদ হোসেন দ্বিতীয় ম্যাচে তিন উইকেট নিয়ে জানান দিয়েছেন নিজের উপস্থিতি। আজও তাঁর কাছে অনেক কিছু প্রত্যাশা থাকবে।
শেষ হাসি কে হাসবে—প্রশ্নটা এখন প্রেমাদাসার আকাশে ঝুলে থাকা বৃষ্টির মতোই দোল খাচ্ছে।
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ