ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) দেখা গেল এক বিরল দৃশ্য। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে খেলতে নেমে মাত্র এক বৈধ বল থেকে ২২ রান সংগ্রহ করেন রোমারিও শেফার্ড।
ঘটনাটি ঘটে মঙ্গলবার (২৬ আগস্ট) সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষে ম্যাচে। শেফার্ড তখন আগেই বিধ্বংসী ইনিংস খেলছিলেন। তিনি শেষ পর্যন্ত ৩৪ বলে ৭৩ রান করেন, যেখানে ছিল পাঁচটি চার ও সাতটি ছক্কা। তবে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে ১৫তম ওভার।
ওভারটি করেন ওশানে থমাস। তার করা কয়েকটি ডেলিভারি ‘নো বল’ ও ‘ওয়াইড’ হয়। ফলে শেফার্ড টানা তিনটি ফ্রি-হিট পান। সেই সুযোগ কাজে লাগিয়ে এক বৈধ বলেই ২২ রান তুলে ফেলেন। ওভারের হিসাব দাঁড়ায়— নো, ওয়াইড, নো + ছক্কা, নো + ছক্কা, ছক্কা।
ওভার শেষে থমাসের খরচ হয় মোট ৩৩ রান। যদিও গায়ানা বড় সংগ্রহ দাঁড় করায় (৬ উইকেটে ২০২), তবুও শেষ পর্যন্ত জয় পায় সেন্ট লুসিয়া কিংস—১১ বল হাতে রেখে ৬ উইকেটে ম্যাচ জিতে নেয় তারা।
রোমারিও শেফার্ডের এ দুর্দান্ত ব্যাটিং মুহূর্ত ইতোমধ্যেই সিপিএলের ইতিহাসে অন্যতম চমকপ্রদ ঘটনায় পরিণত হয়েছে।
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ