চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি।।
“অস্তিত্বহীন প্রকল্পের নামে ইউএনওর লুটপাট” শিরোনামে (২১ সেপ্টেম্বর দৈনিক আমার দেশ) পত্রিকায় প্রকাশিত সংবাদে ইউএনও’র স্বামী চরফ্যাশন আদালতের সিনিয়র সহকারী জজ রেজাউল করিম বাধনকে জড়ানোর ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন চরফ্যাশন আইনজীবি সমিতি।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে আইনজীবি সমিতি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এই প্রতিবাদ জানান।
আইনজীবি সমিতির সভাপতি মাহবুবুল ইসলাম সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন।
সভাপতি মাহবুবুল ইসলাম স্বাক্ষরিত প্রতিবাদ লিপিতে বলা হয়েছে,চরফ্যাশন সহকারী জজ আদালতে কর্মরত সিনিয়র সহকারী জজ রেজাউল করিম বাধন মহোদয়ের সহধর্মীনি রাসনা শারমিন মিথি চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা পদে কর্মরত আছেন। ২১ সেপ্টেম্বর দৈনিক আমার দেশ পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে এই দম্পতির একই কর্মস্থলে অবস্থান নিয়ে ইনিয়ে বিনিয়ে গাল গল্প তৈরি করার চেষ্টা করেছেন। কিন্তু বাংলাদেশ সরকারের প্রচলিত চাকুরীবিধি অনুযায়ী স্বামী-স্ত্রীর একই কর্মস্থলের কাছাকাছি থাকার বা চাকুরী করার বিধান রয়েছে, এতে আইনে কোন ব্যর্তয় ঘটেনা। যেহেতু এই দম্পতির একজন বিচার বিভাগে এবং অপরজন প্রশাসন বিভাগে কর্মরত সেহেতু কর্মস্থলে কেউ কারো দ্বারা বা একজন দ্বারা অপর জনের কর্মক্ষেত্রে প্রভাব ফেলার কোন সুযোগ নেই। এই বাস্তবতা সত্ব্যেও প্রকাশিত প্রতিবেদনে একটি অংশে“স্বামী সিনিয়র সহকারী জজ পদে কর্মরত থাকায় ইউএনওর(রাসনা শারমিন মিথি) বিরুদ্ধে কেউ প্রতিবাদ করতে সাহস পাচ্ছেনা” মর্মে ভ্রান্ত তথ্য দিয়ে সাধারন মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালিয়েছে উল্লেখ করে এমন অপচেষ্টার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সকলকে এই অপতৎপরতার বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে প্রতিবাদ লিপিতে।
সংবাদ সম্মেলনে এ্যাডভোকেট রমিজ উদ্দিন, এ্যাডভোকেট সালাউদ্দিন, এ্যাডভোকেট মো.তরিকুল ইসলাম, এ্যাডভোকেট মো.লিয়াকত আলী, এ্যাডভোকেট মো.সিদ্দিক মাতাব্বর, এ্যাডভোকেট মো.হযরত আলী হিরন, এ্যাডভোকেট মো.লিটন হাওলাদার ও এ্যাডভোকেট মাইনুল ইসলাম নাবিল সরমান প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ