সিঙ্গাপুরের ব্যস্ত সড়কে ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা। হঠাৎই দেবে গেল রাস্তা, চোখের পলকে তৈরি হলো বিশাল গর্ত—সেই গর্তে গিয়ে পড়ে একটি চলন্ত গাড়ি। শনিবার (২৬ জুলাই) বিকেল ৫টার দিকে মাউন্টব্যাটেন রোড ও নিকোল হাইওয়ের সংযোগস্থলের কাছে তানজং কাটং রোড সাউথ এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এক নারী চালক গাড়িটি চালিয়ে যাচ্ছিলেন। ঠিক সেই সময় হঠাৎ করেই রাস্তার একটি অংশ দেবে গিয়ে বিশাল একটি সিঙ্কহোল তৈরি হয়, যা সঙ্গে সঙ্গে পানিতে ভরে যায়। পানিতে ভরা সেই গর্তে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় তার গাড়িটি।
ঘটনার পরপরই জরুরি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় দুমড়ানো-মুচড়ানো গাড়ি থেকে ওই নারী চালককে উদ্ধার করা হয় এবং তাৎক্ষণিকভাবে তান টক সেং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্র জানায়, চালক গুরুতর আহত হলেও বর্তমানে তিনি স্থিতিশীল অবস্থায় রয়েছেন।
সিঙ্গাপুরের পাবলিক ইউটিলিটিস বোর্ড ও ল্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাটির নিচের পাইপ ফেটে যাওয়া কিংবা দুর্বল ড্রেনেজ ব্যবস্থার কারণেই সড়কটি ধসে পড়ে এই সিঙ্কহোল তৈরি হয়েছে।
ঘটনার পরই রাস্তার ওই অংশ বন্ধ করে দেওয়া হয়েছে এবং রাস্তা মেরামতের কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। একইসঙ্গে এলাকাবাসী ও পথচারীদের ঘটনাস্থল এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে।
এই দুর্ঘটনা সিঙ্গাপুরের সড়ক অবকাঠামোর নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। বিষয়টির গভীরতা বিবেচনায় নিয়ে কর্তৃপক্ষ দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদঘাটন এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলে জানিয়েছে।
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ