প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১, ২০২৫, ১১:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২০, ২০২৫, ৩:৪৯ পি.এম
সিআইডিতে অভিনয় করে কত টাকা পান দয়া-অভিজিৎরা

সিআইডি’ ধারাবাহিকটি ২১ বছর ধরে ভারতীয় দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এই সিরিয়ালের বিভিন্ন অভিনেতাদের পারিশ্রমিক নিয়ে ভক্তদের মধ্যে আগ্রহও রয়েছে। সম্প্রতি, পিংকভিলা এই সিরিজের প্রধান অভিনেতাদের পারিশ্রমিকের তালিকা প্রকাশ করেছে।
তালিকার তথ্য অনুযায়ী, সিরিজের কেন্দ্রীয় চরিত্র এসিপি প্রদ্যুমন, যিনি শিবাজী সাতামের মাধ্যমে পর্দায় জীবন্ত হয়ে উঠেছেন, প্রতি এপিসোডে প্রায় ১ লাখ রুপি পারিশ্রমিক পান।
ইনস্পেক্টর দয়া চরিত্রে অভিনয় করা দয়ানন্দ শেঠি এবং ইনস্পেক্টর অভিজিৎ চরিত্রে আদিত্য শ্রীবাস্তব প্রতি এপিসোডে ৮০ হাজার থেকে ১ লাখ রুপি পারিশ্রমিক পান।
এছাড়া, ফরেনসিক এক্সপার্ট ড. সলুখে চরিত্রে অভিনয় করা নরেন্দ্র গুপ্ত এবং ড. তারিকা চরিত্রে শ্রদ্ধা মুসালে প্রতি এপিসোডে প্রায় ৪০ হাজার রুপি করে পারিশ্রমিক পান।
অন্যান্য অভিনেতাদের মধ্যে সাব-ইনস্পেক্টর পূরবী, পঙ্কজ, তাসা ও শ্রীয়া প্রতি এপিসোডে ৪০ হাজার থেকে ৫০ হাজার রুপি পর্যন্ত পারিশ্রমিক নেন।
‘সিআইডি’ ধারাবাহিকটির সম্প্রচার শুরু হয় ১৯৯৮ সালের ২১ জানুয়ারি। প্রথম মৌসুমের শেষ পর্ব প্রচারিত হয়েছিল
২০১৮ সালের ২৭ অক্টোবর। ২০ বছরে ১ হাজার ৫৪৭টি পর্ব সম্প্রচারিত হয়। সিরিয়ালের দ্বিতীয় মৌসুম ২০২৪ সালের ২১ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে।
দর্পণ/এইচ এন
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ