দেশের বাজারে এলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর নতুন স্মার্টফোন ‘এক্স৬সি’। স্বল্পদামের মধ্যে অত্যাধুনিক এআই ফিচার ও শক্তিশালী হার্ডওয়্যারের সমন্বয়ে তৈরি ফোনটি উন্মোচন করেছে অনার বাংলাদেশ। দাম রাখা হয়েছে ১৪,৯৯৯ টাকা।
মঙ্গলবার রাতে রাজধানীর আগারগাঁওয়ে স্মার্ট টেকনোলজিসের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ফোনটির বাজারজাত শুরু হয়।
অনুষ্ঠানে অনার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার লাং গুও বলেন, “কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সংযোজন স্মার্টফোনের কার্যকারিতা নতুন মাত্রায় নিয়ে গেছে। বাংলাদেশি ব্যবহারকারীদের চাহিদা মাথায় রেখেই আমরা ‘এক্স৬সি’ মডেলটি এনেছি।”
অনার বাংলাদেশের ডেপুটি কান্ট্রি ম্যানেজার মুজাহিদুল ইসলাম জানান, ফোনটিতে রয়েছে এআই ইরেজার টুল, যার মাধ্যমে ছবিতে থাকা অনাকাঙ্ক্ষিত বস্তু বা মানুষ মুছে ফেলা সম্ভব। বিশেষ করে সেলফি বা দলগত ছবিতে অনাহূত উপাদান থাকলে সহজেই তা বাদ দেওয়া যায়। এছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী ও গেমপ্রেমীদের জন্য এটি উপযুক্ত একটি ফোন।
ফোনটির উল্লেখযোগ্য ফিচারের মধ্যে রয়েছে:
৬.৬ ইঞ্চি পাঞ্চ হোল ডিসপ্লে
১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ডিসপ্লে, যা গেমিং ও ভিডিও দেখায় মসৃণ অভিজ্ঞতা দেয়।
ব্যাটারি ও অপারেটিং সিস্টেম
৫,৩০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিযুক্ত ফোনটি চলবে অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ম্যাজিকওএস অপারেটিং সিস্টেমে। একবার চার্জে দীর্ঘ সময় ব্যবহারযোগ্য।
টেকসই ও সুরক্ষিত
ফোনটিতে রয়েছে ক্রাশ রেজিস্ট্যান্স প্রযুক্তি। প্রায় পাঁচ ফুট উচ্চতা থেকে পড়লেও পর্দা ভাঙে না। আইপি৬৪ রেটিং থাকায় পানি ও ধুলাবালি থেকেও ফোনটি সুরক্ষিত।
আলট্রা পাওয়ার সেভিং মোড
মাত্র ২ শতাংশ চার্জ থাকলেও ৬০ মিনিট পর্যন্ত কল করা যায়।
অনুষ্ঠানে আরও জানানো হয়, অল্প দামে উন্নতমানের প্রযুক্তি সরবরাহ করাই অনার ব্র্যান্ডের লক্ষ্য। ‘এক্স৬সি’ মডেলটি দেশের তরুণ ব্যবহারকারীদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলবে বলে আশা প্রকাশ করেন কর্মকর্তারা।
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ