পাকিস্তান শাহিনসের বিপক্ষে প্রথম ম্যাচে ব্যর্থতার মুখ দেখেছে বাংলাদেশ ‘এ’ দল। দুর্বল বোলিংয়ে প্রতিপক্ষকে ২২৭ রানের বিশাল স্কোর গড়ার সুযোগ দেওয়ার পর ব্যাটিংয়েও ভেঙে পড়ে দলটি। ফলে ৭৯ রানের বড় ব্যবধানে হারতে হয় সফরকারীদের।
আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২২৭ রান সংগ্রহ করে পাকিস্তান শাহিনস। ওপেনার খাজা নাফে ও ইয়াসির খান উদ্বোধনী জুটিতে করেন ১১৮ রান। নাফে ৩১ বলে ৬১ ও ইয়াসির ৪০ বলে ৬২ রান করেন। তিনে নেমে আব্দুল সামাদ খেলেন ২৭ বলে অপরাজিত ৫০ রানের ইনিংস, আর ইরফান খান যোগ করেন ১২ বলে ২৫ রান।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। প্রথম ওভারে মোহাম্মদ নাঈম ৫ বলে ৪ রান করে ফেরেন। এরপর জিসান আলম ও সাইফ হাসান দ্বিতীয় উইকেটে ৮৬ রানের জুটি গড়ে কিছুটা আশার সঞ্চার করেন। জিসান ১৭ বলে ৩৩ রান করে বিদায় নেন, আর সাইফ খেলেন ৩২ বলে ৫৭ রানের ইনিংস। তবে তাদের বিদায়ের পর আর কেউই দাঁড়াতে পারেননি। আফিফ হোসেন ধ্রুব, মাহিদুল ইসলাম অঙ্কন ও নুরুল হাসান সোহান প্রত্যাশা পূরণে ব্যর্থ হন।
১৬.৫ ওভারে ১৪৮ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ ‘এ’ দল, ফলে বড় ব্যবধানে জয় তুলে নেয় পাকিস্তান শাহিনস।
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ