নির্বাচনী প্রতীক হিসেবে শাপলাকে বাদ দেওয়ার সিদ্ধান্তে নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, “শাপলা যদি রাজনৈতিক দলের প্রতীক না হতে পারে, তাহলে ধানের শীষও হতে পারে না।”
বুধবার (৯ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এ মন্তব্য করেন সারজিস।
জাতীয় প্রতীকের যুক্তি তুলে ধরে বলেন তিনি:
> “শাপলা জাতীয় প্রতীক নয়, এটি জাতীয় প্রতীকের একটি অংশ। একইভাবে ধানের শীষ, পাটপাতা, তারকা—এসবও জাতীয় প্রতীকের অংশ। যদি এগুলোকে মার্কা হিসেবে বৈধ ধরা হয়, তাহলে শাপলাকেও বৈধ ধরা উচিত।”
তিনি আরও বলেন,
> “জাতীয় ফল কাঁঠাল ইতিমধ্যে নির্বাচনী প্রতীক হিসেবে ব্যবহার হচ্ছে। তাহলে জাতীয় ফুল শাপলার প্রতীক হতে আইনগত বাধা কোথায়?"
নির্বাচন কমিশনের বক্তব্য
এর আগে নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা বিধিমালার নতুন তালিকায় 'শাপলা' প্রতীক রাখার বিষয়ে নীতিগতভাবে না করার সিদ্ধান্ত জানানো হয়।
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন,
> “শাপলা আমাদের জাতীয় প্রতীকের অংশ। সংবিধান অনুযায়ী জাতীয় প্রতীক ও জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় আইন রয়েছে। তাই আমরা নীতিগতভাবে শাপলা প্রতীক তালিকায় রাখছি না।”
তবে জাতীয় ফুল, পাখি বা ফলের প্রতীক ব্যবহারে এখনো সুনির্দিষ্ট কোনো আইন নেই বলেও জানান তিনি।
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ